বাংলাদেশের ভেন্যু পরিবর্তন প্রসঙ্গে বিসিসিআই যা জানাল
ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে আগামী মাসে বসতে যাচ্ছে টি–টোয়েন্টি বিশ্বকাপ। বাংলাদেশের সবগুলো ম্যাচ আয়োজনের কথা ছিল ভারতের ভেন্যুগুলোতে। তবে নিরাপত্তা ঝুঁকির কথা উল্লেখ করে ভারতে দল পাঠানো সম্ভব নয় বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। রোববার এক ই-মেইলের মাধ্যমে বিষয়টি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে অবহিত করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
এর আগে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি–কে বিসিসিআই–এর এক দায়িত্বশীল সূত্র জানায়, বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টের সূচি হঠাৎ করে পরিবর্তন করা কার্যত অসম্ভব। তাঁর ভাষায়, এটি একটি বড় ধরনের লজিস্টিক দুঃস্বপ্ন। প্রতিটি ম্যাচের সঙ্গে বিমান টিকিট, হোটেল বুকিং, সম্প্রচার স্বত্বসহ অসংখ্য প্রশাসনিক ও কারিগরি বিষয় জড়িত। প্রতিদিন তিনটি করে ম্যাচ থাকায় একটি ম্যাচ স্থানান্তর করলেই পুরো সূচি ও ব্যবস্থাপনা ভেঙে পড়তে পারে, যা এই মুহূর্তে সামাল দেওয়া সম্ভব নয়।
এদিকে এর আগেই ভারতীয় ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তে আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স থেকে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান–কে বাদ দিতে বাধ্য হয় দলটি। অভিযোগ রয়েছে, কট্টরপন্থী সাম্প্রদায়িক গোষ্ঠীর চাপের মুখে এই সিদ্ধান্ত নেওয়া হয়। কলকাতা নাইট রাইডার্স মুস্তাফিজকে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে নিয়েছিল। এই ঘটনায় বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের মধ্যে ব্যাপক ক্ষোভ তৈরি হয়।


No comments