দিল্লিতে বসে থাকা ব্যক্তিকে বাংলাদেশে পাঠিয়ে দিন—মোদিকে ওয়াইসি
দিল্লিতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর আহ্বান জানিয়েছেন আসাদুদ্দিন ওয়াইসি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি–কে উদ্দেশ্য করে তিনি এই দাবি তোলেন। সম্প্রতি এক জনসভায় দেওয়া বক্তব্যে বিষয়টি তুলে ধরেন ওয়াইসি।
ইকোনমিক টাইমস–এর প্রতিবেদনে বলা হয়, মহারাষ্ট্র ও মুম্বাইয়ে বিজেপি সরকার বাংলাদেশিদের তাড়ানোর দাবি করছে—এমন প্রসঙ্গ টেনে ওয়াইসি কটাক্ষ করে বলেন, তাহলে দিল্লিতে অবস্থানরত ‘মোদিজির বোন’-কেও বাংলাদেশে পাঠানো হোক। তার এ মন্তব্যে সমাবেশে উপস্থিত জনতার মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা যায়।
ওয়াইসি উপস্থিত জনতাকে স্লোগান দিতে আহ্বান জানিয়ে বলেন, শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর দাবিতে ‘নারায়ে তাকবির’ ধ্বনি তুলতে। জবাবে জনতা ‘আল্লাহু আকবার’ স্লোগানে মুখর হয়ে ওঠে। এরপর তিনি সরাসরি মোদিকে উদ্দেশ্য করে বলেন, এই আওয়াজ শুনুন—তাকে নিয়ে যান, দেশ থেকে বের করে দিন এবং বাংলাদেশে পৌঁছে দিন।
এর আগেও বাংলাদেশে ছাত্র–জনতার আন্দোলনের পর ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার জন্য ভারতের সমালোচনা করেছিলেন ওয়াইসি। গত বছরের সেপ্টেম্বরে বিহারের পূর্ণিয়ায় এক নির্বাচনী সমাবেশে মোদি অভিযোগ করেন, কংগ্রেস ও আরজেডি বিহারে তথাকথিত বাংলাদেশি ‘অনুপ্রবেশকারীদের’ আশ্রয় দিচ্ছে।
এর জবাবে ওয়াইসি বলেন, যদি মোদির দাবি অনুযায়ী বাংলাদেশিদের প্রশ্ন ওঠে, তবে দিল্লিতে থাকা বাংলাদেশ থেকে আসা এক ‘বোন’-কেও সীমান্ত এলাকায় আনা হোক—আমরাই তাকে বাংলাদেশে পৌঁছে দেব। তার বক্তব্যে স্পষ্টতই শেখ হাসিনার দিকেই ইঙ্গিত করা হয়েছে।


No comments