সঙ্কটাপন্ন হাদিকে ঘিরে মেডিকেল বোর্ডের দেওয়া সুখবর
গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। জীবন-মৃত্যুর সংকটাপন্ন অবস্থায় তার চিকিৎসা নিশ্চিত করতে বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।
শনিবার (১৩ ডিসেম্বর) এ তথ্য জানান এভারকেয়ার হাসপাতালের আইসিইউ ও এইচডিইউ বিভাগের সিনিয়র কনসালটেন্ট এবং কো-অর্ডিনেটর ডা. মো. জাফর ইকবাল।
মেডিকেল বোর্ডে প্রাইমারি কনসালটেন্ট হিসেবে দায়িত্বে রয়েছেন ডা. আলিউজ্জামান। আইসিইউ কনসালটেন্ট হিসেবে আছেন ডা. মো. জাফর ইকবাল। এছাড়া মাল্টিডিসিপ্লিনারি বোর্ডে আরও অন্তর্ভুক্ত রয়েছেন— নিউরো অ্যানেস্থেশিয়া ও আইসিইউ বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা. সেলিম মোহাম্মদ জাহাংগীর, নিউরোসার্জারির সিনিয়র কনসালটেন্ট ডা. জিল্লুর রহমান, কার্ডিওলজি বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা. এ কিউ এম রেজা, নেফ্রোলজির সিনিয়র কনসালটেন্ট ডা. মাসুম কামাল খান, রেসপিরেটরি মেডিসিন বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা. জিয়াউল হক, নিউরোমেডিসিন বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা. খন্দকার মাহবুবুর রহমান ও ডা. এস এম হাসান শাহরিয়ার, কার্ডিওথোরাসিক সার্জনের সিনিয়র কনসালটেন্ট ডা. জুলফিকার হায়দার, বক্ষব্যাধি সার্জারির সিনিয়র কনসালটেন্ট ডা. শাহিনুর রহমান, অর্থোপেডিক্স বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা. আতিয়ার রহমান, নাক-কান-গলা বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা. একরাম উদ্দৌলা এবং হেমাটোলজি বিভাগের কনসালটেন্ট ডা. কাজী স্মিতা হক। সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন এভারকেয়ার হাসপাতালের ডিএমএস ডা. আরিফ মাহমুদ।
মেডিকেল বোর্ড জানায়, শুক্রবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচার শেষে শরিফ ওসমান হাদিকে উন্নত পোস্ট-অপারেটিভ চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে স্থানান্তর করা হয়।
বোর্ডের পর্যবেক্ষণ ও সিদ্ধান্ত অনুযায়ী— হাদির মস্তিষ্ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অস্ত্রোপচার সম্পন্ন হওয়ায় বর্তমানে তাকে কনজারভেটিভ চিকিৎসার মাধ্যমে পরিচালনা করা হচ্ছে। ব্রেন প্রটেকশন প্রটোকল অনুসরণ করে প্রয়োজনীয় সাপোর্ট অব্যাহত থাকবে। শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল হলে পুনরায় ব্রেনের সিটি স্ক্যান করার পরিকল্পনা রয়েছে।
এছাড়া তার ফুসফুসে আঘাত রয়েছে এবং চেস্ট ড্রেইন টিউব দিয়ে অল্প পরিমাণ রক্ত বের হওয়ায় সেটি চালু রাখা হয়েছে। ফুসফুসে সংক্রমণ ও এআরডিএস প্রতিরোধে ভেন্টিলেটর সাপোর্ট অব্যাহত থাকবে। কিডনির কার্যক্ষমতা বর্তমানে উন্নতির দিকে থাকায় সঠিক ফ্লুইড ব্যালেন্স বজায় রেখে চিকিৎসা চলবে।
রক্ত জমাট বাঁধা ও রক্তক্ষরণের যে জটিলতা (ডিআইসি) দেখা দিয়েছিল, তা অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। তবে সার্বক্ষণিক পর্যবেক্ষণের মাধ্যমে প্রয়োজনে রক্ত ও রক্তজাত উপাদান ট্রান্সফিউশন দেওয়া হবে।
ব্রেন স্টেমে আঘাতের কারণে তার রক্তচাপ ও হৃদস্পন্দনে ওঠানামা লক্ষ্য করা যাচ্ছে। এ জন্য প্রয়োজনীয় সাপোর্ট অব্যাহত রয়েছে। হার্ট রেট বিপজ্জনকভাবে কমে গেলে তাৎক্ষণিকভাবে টেম্পোরারি পেসমেকার বসানোর জন্য সংশ্লিষ্ট টিম প্রস্তুত রয়েছে।
মেডিকেল বোর্ড ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারের চিকিৎসক, নার্স ও সাপোর্ট স্টাফদের সাহসী ও নিবেদিত কাজের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
বর্তমানে শরিফ ওসমান হাদির সামগ্রিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানানো হয়েছে। বোর্ডের সারসংক্ষেপ তার ভাই ও স্বজনদের বিস্তারিতভাবে জানানো হয়েছে। পরিবারের সম্মতিতে মিডিয়ার মাধ্যমে নিয়মিত আপডেট জানানো হতে পারে।
এভারকেয়ার হাসপাতাল কর্তৃপক্ষ অনুরোধ জানিয়েছে, কেউ যেন অপ্রয়োজনে হাসপাতালে ভিড় না করেন। কোনো দর্শনার্থী প্রবেশের অনুমতি নেই। একই সঙ্গে গুজব বা অনুমানভিত্তিক তথ্য প্রচার না করে মেডিকেল বোর্ডের ওপর আস্থা রাখার আহ্বান জানানো হয়েছে।
মেডিকেল টিম সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে তার চিকিৎসা চালিয়ে যাচ্ছে। শরিফ ওসমান হাদির দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেছে মেডিকেল বোর্ড ও তার পরিবার।


No comments