হাদিকে কৃত্রিম শ্বাস-প্রশ্বাসে রাখা হয়েছে
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান জানিয়েছেন, গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদির মাথায় আঘাতটি অত্যন্ত মারাত্মক। গুলির আঘাতে তার মস্তিষ্কের কাণ্ড বা ব্রেন স্টেম পর্যন্ত গুরুতর ক্ষতি হয়েছে, যা চিকিৎসাবিজ্ঞানে ‘ম্যাসিভ ব্রেন ইনজুরি’ হিসেবে বিবেচিত। এ অবস্থায় আগামী ৭২ ঘণ্টা সবচেয়ে ঝুঁকিপূর্ণ সময়, তাই আপাতত নতুন কোনো চিকিৎসা হস্তক্ষেপ করা হচ্ছে না।
শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন হাদির শারীরিক অবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব তথ্য জানান।
ডা. সায়েদুর রহমান বলেন, হাদি বর্তমানে সংকটাপন্ন অবস্থায় আছেন এবং তাকে কৃত্রিম শ্বাস-প্রশ্বাসের সহায়তায় রাখা হয়েছে। তবে এই মুহূর্তে তার সুস্থতা নিয়ে কোনো ধরনের আশাবাদী নিশ্চয়তা দেওয়া সম্ভব নয়।
তিনি আরও জানান, গুলিটি হাদির বাম কানের ওপর দিয়ে মাথায় প্রবেশ করে ডান পাশ দিয়ে বেরিয়ে যায়। এ পথে মস্তিষ্কের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ ব্রেন স্টেম ক্ষতিগ্রস্ত হয়েছে, যা শ্বাস-প্রশ্বাস ও হৃদস্পন্দনের মতো জীবনরক্ষাকারী কার্যক্রম নিয়ন্ত্রণ করে। বর্তমানে রোগীকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।
ডা. সায়েদুর রহমান বলেন, হাদির শরীরে এখনো প্রাণের কিছু লক্ষণ রয়েছে। অস্ত্রোপচারের সময় তার নিজের শ্বাস নেওয়ার সামান্য চেষ্টা লক্ষ্য করা গেছে, যা খুব সীমিত হলেও কিছুটা আশার ইঙ্গিত দেয়।
তবে পরিস্থিতি যে অত্যন্ত জটিল, সেটিও তিনি স্পষ্ট করেন। তার ভাষ্য অনুযায়ী, অস্ত্রোপচারের আগেই হাদি একবার শকে চলে গিয়েছিলেন। পরে অ্যাম্বুলেন্সে স্থানান্তরের সময় নাক ও গলা দিয়ে অতিরিক্ত রক্তক্ষরণ হয়, যা বর্তমানে নিয়ন্ত্রণে আনা হয়েছে।
সবশেষে তিনি বলেন, এই মুহূর্তে আশাবাদী কোনো গল্প শোনানোর সুযোগ নেই। রোগীর অবস্থা নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে, পরিস্থিতি বুঝে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।


No comments