Header Ads

হাদিকে গুলির ঘটনায় প্রকাশ্যে এলো মোটরসাইকেলচালকের পরিচয়

                                                   

হাদিকে গুলির ঘটনায় প্রকাশ্যে এলো মোটরসাইকেলচালকের পরিচয়



 ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় গুলিবর্ষণকারী ফয়সাল করিম মাসুদকে বহনকারী মোটরসাইকেলের চালককে শনাক্ত করার দাবি করেছে অনলাইন প্ল্যাটফর্ম ‘দ্য ডিসেন্ট’।

দ্য ডিসেন্টের তথ্য অনুযায়ী, ওই মোটরসাইকেলচালকের নাম আলমগীর হোসেন। ফেসবুকে তিনি ‘মোহাম্মদ আলমগীর শেখ’ নামে সক্রিয়। তার ফেসবুক পোস্টে নিয়মিত রাজধানীর মোহাম্মদপুরের আদাবর এলাকার ‘সুনিবিড় হাউজিং’-এর জিওট্যাগ ব্যবহার করা হয়েছে।

গত ৫ ডিসেম্বর রাজধানীর শিল্পকলা একাডেমি এলাকায় শরিফ ওসমান হাদির নির্বাচনী প্রচারণায় আলমগীর হোসেন উপস্থিত ছিলেন। ওই সময় তোলা একটি ছবিতে তার চেহারা স্পষ্টভাবে দেখা যায়, যা দ্য ডিসেন্ট লাল চিহ্ন দিয়ে চিহ্নিত করেছে।

পরবর্তীতে ১২ ডিসেম্বর দুপুরে মতিঝিলে হাদির গণসংযোগ কর্মসূচিতে কালো পাঞ্জাবি ও মাস্ক পরা এক ব্যক্তি এবং কালো ব্লেজার ও মাস্ক পরা আরেক ব্যক্তি অংশ নেন। গণসংযোগ শেষে তারা মোটরসাইকেলে করে নয়াপল্টন কালভার্ট রোড এলাকায় গিয়ে শরিফ ওসমান হাদির ওপর গুলি চালায়। হামলায় গুলিবর্ষণকারী হিসেবে ফয়সাল করিম মাসুদকে ইতোমধ্যে শনাক্ত করা হয়েছে।

দ্য ডিসেন্টের বিশ্লেষণে বলা হয়েছে, মোটরসাইকেলটি চালাচ্ছিলেন কালো পাঞ্জাবি ও কালো মাস্ক পরা ব্যক্তি, যার গলায় চাদর ঝুলানো ছিল। যদিও ভিডিও বা ছবিতে তার মুখ স্পষ্ট নয়, তবে শারীরিক গড়ন, গায়ের রং, উচ্চতা, চুলের কাট, চোখের ভ্রুর একটি অংশ এবং হাতের গঠনসহ বিভিন্ন বৈশিষ্ট্যের সঙ্গে আলমগীর হোসেনের মিল পাওয়া গেছে।

এ ছাড়া আলমগীর হোসেনের আওয়ামী লীগ সংশ্লিষ্টতার কিছু তথ্যও দ্য ডিসেন্টের কাছে এসেছে, যা আরও যাচাই-বাছাই শেষে প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।

No comments

Powered by Blogger.