Header Ads

ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার মাত্র ৩ ঘণ্টা আগে ফেসবুকে যা লিখেছিলেন

                                          

ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার মাত্র ৩ ঘণ্টা আগে ফেসবুকে যা লিখেছিলেন



ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছেন।

শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে ঘটনাটি ঘটে। আহত অবস্থায় তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।

এর আগে, গুলিবিদ্ধ হওয়ার প্রায় তিন ঘণ্টা আগে ওসমান হাদি তার ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট করেন। সেখানে তিনি লিখেছিলেন—ঢাকা-৮ আসনে তার কোনো পোস্টার বা ফেস্টুন নেই, তাই ছেঁড়া-ছেঁড়ির ঝামেলাও নেই। পোস্টের শেষে লিখেন, “দুদকের সামনে থেইকা জুম্মা মোবারক।”

এদিকে এই ঘটনায় কঠোর সতর্কবার্তা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন—ওসমান হাদির ওপর গুলির ঘটনা উদ্বেগজনক। চাঁদাবাজ ও গ্যাংস্টারদের প্রভাবমুক্ত ঢাকা গড়তে শিগগিরই আন্দোলন শুরু হবে। তিনি রাজধানীর ছাত্র-জনতাকে প্রস্তুত থাকার আহ্বান জানান।

No comments

Powered by Blogger.