Header Ads

ইতিহাসে প্রথমবার একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হচ্ছে

                                         

ইতিহাসে প্রথমবার একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হচ্ছে




আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ হবে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এ তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে তার ভাষণটি সম্প্রচারিত হয়।

দেশের ইতিহাসে এবারই প্রথম একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। সংসদ নির্বাচনের ব্যালট থাকবে সাদা–কালো, আর গণভোটের ব্যালট হবে গোলাপি রঙের।

এর আগে বুধবার (১০ ডিসেম্বর) বিকেল ৪টায় নির্বাচন ভবনে সিইসির ভাষণ রেকর্ড করা হয়। এর আগে দুপুরে প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে কমিশন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করে নির্বাচন ও গণভোটের প্রস্তুতি সম্পর্কে অবহিত করে। রাষ্ট্রপতি এ প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করেন। এ সময় ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ, রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব খান মো. নূরুল আমীন ও সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ আদিল চৌধুরী উপস্থিত ছিলেন।

নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে জনসাধারণ ও রাজনৈতিক মহলে নানা আলোচনা চলছিল। তফসিল ঘোষণার মধ্য দিয়ে সব জল্পনার অবসান হয়নি এবং দেশ আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রক্রিয়ায় প্রবেশ করেছে।

এই নির্বাচনে প্রবাসীরাও পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন। তফসিল ঘোষণার সময় পর্যন্ত তিন লাখের বেশি প্রবাসী অনলাইনে নিবন্ধন করেছেন।

সংসদীয় আসনের সীমানা পরিবর্তন

তফসিল ঘোষণার আগে কিছু সংসদীয় আসনের সীমানায় পরিবর্তন আনার সিদ্ধান্ত নেয় ইসি। আপিল বিভাগের রায়ে বাগেরহাটের আসন ৯৫, ৯৬, ৯৭ এবং গাজীপুরের আসন ১৯৮ গঠন–সংক্রান্ত গেজেটের কিছু অংশ অবৈধ ও কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হয়।

এর আগে হাইকোর্ট বাগেরহাটে চারটি আসন পুনর্বহালের নির্দেশ দিয়ে ২৪ ঘণ্টার মধ্যে গেজেট প্রকাশ করতে বলে। ওই রায়ে ২০২২ সালের আদমশুমারির ভিত্তিতে ২০২৩ সালের ১ জুলাইয়ের গেজেট অনুসারে আগের মতো ৯৫, ৯৬, ৯৭ ও ৯৮ নম্বর আসন পুনর্বহালের সিদ্ধান্ত আসে।

তফসিল থেকে ভোটের দিনের ব্যবধান

বাংলাদেশের বিভিন্ন জাতীয় নির্বাচনে তফসিল ঘোষণার পর ভোটগ্রহণ পর্যন্ত সময়ের ব্যবধান ছিল ভিন্ন ভিন্ন। প্রথম সংসদ নির্বাচনে ব্যবধান ছিল ৬০ দিন; দ্বিতীয়তে ৫৪ দিন; তৃতীয়তে ৪৭ দিন; চতুর্থতে ৬৮ দিন; পঞ্চমতে ৫২ দিন; ষষ্ঠতে ৩৯ দিন; সপ্তমতে ৪৭ দিন; অষ্টমতে ৪২ দিন; নবমতে ৩৭ দিন; দশমতে ৪২ দিন; একাদশতে ৪৯ দিন এবং দ্বাদশ সংসদ নির্বাচনে ৫২ দিন।

সর্বশেষ দ্বাদশ নির্বাচনের তফসিল ঘোষণা হয় ২০২৩ সালের ১৫ নভেম্বর এবং ভোটগ্রহণ হয় ২০২৪ সালের ৭ জানুয়ারি—ব্যবধান ছিল ৫৩ দিন। তফসিল অনুযায়ী মনোনয়ন জমার সময় ছিল ১৪ দিন, বাছাই ৪ দিন, আপিল ৫ দিন, নিষ্পত্তি ৬ দিন এবং মনোনয়ন প্রত্যাহারের শেষ সময় ছিল ১৩ দিন। প্রতীক বরাদ্দের পর প্রচারণা ছিল ১৯ দিন এবং প্রচার শেষ হওয়ার ৪৮ ঘণ্টা পর ভোট অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে ভোটগ্রহণ চলে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

No comments

Powered by Blogger.