Header Ads

পদত্যাগের পর আসিফ–মাহফুজকে প্রধান উপদেষ্টার পরামর্শ

                                 

পদত্যাগের পর আসিফ–মাহফুজকে প্রধান উপদেষ্টার পরামর্শ



 অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের দুই ছাত্র প্রতিনিধি আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলম পদত্যাগ করেছেন।

বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের পর তারা পদত্যাগপত্র জমা দেন বলে প্রেস সচিব শফিকুল আলম নিশ্চিত করেছেন।

প্রেস সচিব জানান, প্রধান উপদেষ্টা তাদের পদত্যাগপত্র গ্রহণ করে দুই প্রতিনিধির সর্বাঙ্গীন মঙ্গল কামনা করেছেন। এ সময় তিনি প্রধান উপদেষ্টার পক্ষ থেকে একটি লিখিত বক্তব্যও উপস্থাপন করেন।

লিখিত বার্তায় ড. ইউনূস দুই ছাত্র প্রতিনিধিকে উদ্দেশ করে বলেন, ‘অভ্যুত্থানে নেতৃত্ব দিয়ে তোমরা যেভাবে জাতিকে ফ্যাসিবাদী শাসন থেকে মুক্তির পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছ, তা জাতির মনে থাকবে। ভবিষ্যতেও গণতান্ত্রিক অগ্রযাত্রায় তোমরা সক্রিয় থাকবে—এ প্রত্যাশা করি।’

তিনি আরও বলেন, ‘আজকের দিনটি একটি ঐতিহাসিক দিন। অন্তর্বর্তী সরকার তোমাদের অবদান সবসময় স্মরণ করবে। এত কম সময়ে তোমরা জাতির জন্য যে ভূমিকা রেখেছ, তা ভুলে যাওয়ার নয়।’

ড. ইউনূস আশা প্রকাশ করে বলেন, ‘এটি কেবল একটি পরিবর্তনের ধাপ। সামনে আরও বৃহত্তর পরিসরে তোমরা আরও বড় অবদান রাখবে।’

নিজেদের অর্জিত অভিজ্ঞতা দেশের কল্যাণে কাজে লাগানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘সরকারে থাকার অভিজ্ঞতা ভবিষ্যতে তোমাদের কর্মজীবনে অবশ্যই উপকারে আসবে।’

জুলাইয়ের গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্র প্রতিনিধিদের মধ্য থেকে মাহফুজ আলম ও আসিফ মাহমুদ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছিলেন। মাহফুজ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা ছিলেন, আর আসিফ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন।

২০২৪ সালের ৫ আগস্টের গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। এর আগে উপদেষ্টা পরিষদে প্রধান উপদেষ্টাসহ মোট ২৩ সদস্য ছিলেন। তাদের মধ্য থেকে দুই ছাত্র প্রতিনিধি এবার দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন।

No comments

Powered by Blogger.