Header Ads

গভীরভাবে আহত হাদির সঙ্গে থাকা রাফি ঘটনার পুরো বিবরণ জানালেন

                                         

গভীরভাবে আহত হাদির সঙ্গে থাকা রাফি ঘটনার পুরো বিবরণ জানালেন



ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করা হয়েছে। ঘটনাস্থলে তার পেছনের রিকশায় ছিলেন মো. রাফি, যিনি ঘটনার বিস্তারিত গণমাধ্যমকে বর্ণনা করেছেন।

মো. রাফি জানান, “জুমার নামাজের পরে আমরা রিকশায় হাইকোর্টের দিকে যাচ্ছিলাম। বিজয়নগরে পৌঁছানোর পর দুটি মোটরসাইকেলে করে দুজন এসে হাদির ওপর গুলি চালায় এবং দ্রুত পালিয়ে যায়। আমি তখন ভাইয়ের পেছনের রিকশায় ছিলাম।”

সর্বশেষ তথ্য অনুযায়ী, গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদিকে ‘লাইফ সাপোর্ট’-এ রাখা হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান জানান, হাদির অবস্থা গুরুতর। তিনি বলেন, “হাদির অবস্থা ক্রিটিক্যাল, বুলেটটি তার মাথার ভেতরে রয়েছে।”

এদিকে, হাদিকে দেখতে ঢামেক হাসপাতালে গিয়েছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। কিন্তু ইনকিলাব মঞ্চের সমর্থকরা তাকে হাসপাতালের বাইরে ‘ভুয়া, ভুয়া’ স্লোগান দিয়ে বাধা দেন। পরে সেনাবাহিনী তাকে নিরাপত্তা দিয়ে হাসপাতালের ভেতরে প্রবেশের ব্যবস্থা করেন।

ঘটনার আগে, দুপুরে নির্বাচনী প্রচারণার সময় রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় হাদির ওপর গুলি চালানো হয়।

জুলাই ঐক্যের অন্যতম সংগঠক ইস্রাফিল ফরায়েজি জানান, গুলিবিদ্ধ অবস্থায় হাদিকে ঢামেক হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক বলেন, “দুপুর আড়াইটার দিকে হাদিকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। তার বাম কানের নিচে গুলি লেগেছে এবং অবস্থা আশঙ্কাজনক।”

ডিএমপির মতিঝিল বিভাগের উপকমিশনার মোহাম্মদ হারুন অর রশিদ বলেন, “আমরা শুনেছি, হাদিকে বিজয়নগর এলাকায় গুলি করা হয়েছে। বিষয়টি এখন নিশ্চিত নয়। আমাদের টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে, তারা নিশ্চিত তথ্য জানালে বিস্তারিত জানানো যাবে।

No comments

Powered by Blogger.