Header Ads

আগ্রাসনবিরোধী স্তম্ভ নির্মাণে ব্যয় হয়েছে ৩৯ লাখ ৫৯ হাজার টাকা: আসিফ মাহমুদ

                               

আগ্রাসনবিরোধী স্তম্ভ নির্মাণে ব্যয় হয়েছে ৩৯ লাখ ৫৯ হাজার টাকা: আসিফ মাহমুদ



বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে স্মরণে আগ্রাসনবিরোধী ‘আট স্তম্ভ’ উদ্বোধন করা হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার তথ্যমতে, এই স্মারক নির্মাণে ব্যয় হয়েছে ৩৯ লাখ ৫৯ হাজার টাকা।

মঙ্গলবার (৭ অক্টোবর) বুয়েটের পাশের পলাশী গোলচত্বরে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই তথ্য জানান।

এই ‘আট স্তম্ভ’ প্রতীকীভাবে তুলে ধরে সার্বভৌমত্ব, গণতন্ত্র, গণপ্রতিরক্ষা, সাম্প্রদায়িক সম্প্রীতি, অর্থনৈতিক স্বনির্ভরতা, দেশীয় শিল্প–কৃষি–নদী–বন–বন্দর রক্ষা, সাংস্কৃতিক স্বাধীনতা এবং মানবিক মর্যাদা—এই আটটি মৌলিক মূল্যবোধকে।

অনুষ্ঠানে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, “স্তম্ভগুলোর গঠন নয়, বরং এগুলোর মধ্যে নিহিত অর্থই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই মূল্যবোধগুলোর বাস্তবায়নের মধ্য দিয়েই আমাদের এই ভূমির প্রকৃত স্বাধীনতা অর্জিত হবে।”

তিনি আরও বলেন, “ফ্যাসিবাদের সময় বিপুল অর্থে বিভিন্ন প্রকল্প ও ভাস্কর্য নির্মিত হলেও, এখন যদি ফ্যাসিবাদবিরোধী কিছু করা হয়, তা রাজনৈতিক ষড়যন্ত্রের মুখে পড়ে। অথচ এই আট স্তম্ভ নির্মাণে ব্যয় হয়েছে মাত্র ৩৯ লাখ ৫৯ হাজার টাকা।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. মাহফুজ আলম, বুয়েটের উপ-উপাচার্য অধ্যাপক ড. আব্দুল হাসিব চৌধুরী, জাতীয় নাগরিক পার্টির সদস্যসচিব আখতার হোসেন, শহীদ আবরার ফাহাদের বাবা মো. বরকত উল্লাহ ও ভাই আবরার ফাইয়াজসহ অন্যান্য অতিথিরা।

No comments

Powered by Blogger.