Header Ads

‘জামায়াতকে ভোট দিলে বেহেশত নিশ্চিত’: আমির হামজার মন্তব্যে কী বললেন শিশির মনির

                 

‘জামায়াতকে ভোট দিলে বেহেশত নিশ্চিত’: আমির হামজার মন্তব্যে কী বললেন শিশির মনির



জনপ্রিয় বক্তা ও জামায়াতে ইসলামী মনোনীত কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য প্রার্থী মুফতি আমির হামজা একের পর এক বেফাঁস মন্তব্যের কারণে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন। ভারতীয় অভিনেত্রী রাশমিকা মান্দানাকে নিয়ে বিতর্কিত মন্তব্যের পর সম্প্রতি তিনি এক ওয়াজ মাহফিলে দাবি করেন, ‘১৬ বছর ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহসিন হলে আজান দিতে দেওয়া হয়নি’। মাহফিলের সেই ভিডিও সামাজিক মাধ্যমে দ্রুত ভাইরাল হয়ে যায় এবং তীব্র সমালোচনার জন্ম দেয়।

তারপর তিনি ক্ষমা চাওয়ার কথাও উল্লেখ করেন।

এরপর নতুনভাবে আলোচনায় আসে তার আরেক বক্তব্য। সম্প্রতি তিনি বলেছেন, ‘জামায়াতকে ভোট দিলে বেহেশত নিশ্চিত’। এই বক্তব্যকে ঘিরে সোশ্যাল মিডিয়া ও গণমাধ্যমে বিতর্ক চলছে।

তবে এই মন্তব্যের সঙ্গে একমত নন সুপ্রিম কোর্টের আইনজীবী ও জামায়াতে ইসলামী প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। একটি টকশোতে তিনি বলেন, “আমির হামজার আগের বক্তব্যের জন্য তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তাকে সতর্ক করা হয়েছে। তারপরও তিনি নতুন করে এমন মন্তব্য করেছেন। আমার মতে, কেউ জামায়াতকে ভোট দিলে স্বয়ংক্রিয়ভাবে বেহেশতে যাবে বা অন্য কাউকে ভোট দিলে বেহেশতের বাইরে চলে যাবে—এটা কোনোভাবেই সঠিক বক্তব্য নয়। এ ধরনের প্রপাগান্ডা উপযুক্ত নয়।”

আমির হামজার বিরুদ্ধে পদক্ষেপের বিষয়ে শিশির মনির বলেন, “আমি ব্যক্তিগতভাবে তার মন্তব্য সম্পূর্ণ শুনিনি। তবে আজ আমি বিষয়টি দেখব এবং আমাদের দলের উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করব। কেউ, এমনকি আমি নিজেও যদি এমন মন্তব্য করি, তা অবিলম্বে থামতে হবে।

No comments

Powered by Blogger.