Header Ads

পে-স্কেল দ্রুত কার্যকরের দাবি জানিয়েছেন সরকারি কর্মচারীরা

                                           

পে-স্কেল দ্রুত কার্যকরের দাবি জানিয়েছেন সরকারি কর্মচারীরা


 
 সচিবালয়কেন্দ্রিক সংযুক্ত পরিষদ দ্রুত পে-স্কেল বাস্তবায়নের দাবি জানিয়েছে। এ দাবিতে তারা আজ রোববার সকালে সচিবালয়ে বিক্ষোভ করে। কর্মসূচিতে সংগঠনের পক্ষ থেকে আরও কয়েকটি দাবি উপস্থাপন করা হয়।

রোববার সকাল সাড়ে ১১টার দিকে সচিবালয়ের বাদামতলায় কর্মচারীরা সমাবেশ করেন। তাদের দাবির মধ্যে ছিল—পে-স্কেল দ্রুত কার্যকর করা, সঞ্জীবনী প্রশিক্ষণ ১০ দিন করা, সঞ্জীবনীর ভাতা ২০ হাজার টাকায় উন্নীত করা এবং পরিবারের ছয় সদস্যের জন্য রেশন সুবিধা চালু করা।

এর আগে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) কর্মচারীরা সঞ্জীবনী প্রশিক্ষণ, বিদেশ যাত্রা ও অবসরপ্রাপ্তদের চিকিৎসা ভাতাসহ সাত দফা দাবিতে আন্দোলন করেছিলেন।

আজ সকালে বিক্ষোভকারীরা মিছিল নিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সামনে অবস্থান নেন। পরে তারা জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের দপ্তরের সামনেও জড়ো হন। এর আগে বাদামতলায় প্রাথমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি মো. বাদীউল কবিরসহ নেতারা বক্তব্য দেন।

No comments

Powered by Blogger.