Header Ads

ক্ষমা চাইলেন আমির হামজা ‘বিস্ফোরক’ মন্তব্যের পর

                           

ক্ষমা চাইলেন আমির হামজা ‘বিস্ফোরক’ মন্তব্যের পর



আলোচিত ইসলামী বক্তা মুফতি আমির হামজার সাম্প্রতিক কিছু বক্তব্য ঘিরে বিতর্কের পর তাকে সতর্ক করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সংগঠনের পক্ষ থেকে তাকে রাজনৈতিক ও বিতর্কিত ইস্যুতে মন্তব্য না করার পরামর্শ দেওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন।

রবিবার (২১ সেপ্টেম্বর) এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মুফতি হামজা বলেন, সংগঠনের কয়েকজন কেন্দ্রীয় দায়িত্বশীল তাকে সতর্ক করেছেন। মাহফিলে যেন শুধু কোরআনের তাফসির নিয়ে আলোচনা করেন এবং রাজনৈতিক বিষয়ে কথা না বলেন—এমন নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, “কোনো বিষয়ে তুলনা করতে গেলে অনেক সময় ভুল হয়ে যায়। তাই এখন থেকে এসব প্রসঙ্গ এড়িয়ে চলব।”

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহসিন হল নিয়ে দেওয়া বক্তব্য প্রসঙ্গে তিনি জানান, “সলিমুল্লাহ মুসলিম হলের নাম বলতে গিয়ে ভুল করে মুহসিন হল বলেছি। এটা আমার মুখ ফসকে হয়েছে, এজন্য দুঃখিত। শুনেছিলাম, এক সময় সেখানে নামাজ আদায়ে সমস্যা হতো। তবে এভাবে বলা উচিত হয়নি। ভবিষ্যতে সতর্ক থাকব।”

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সম্পর্কেও করা মন্তব্যের সমালোচনা নিয়ে তিনি বলেন, “আমি সেখানে ছাত্র ছিলাম। কী হতো সবাই জানে। আমি বলেছিলাম মদের বোতল ছিল, এখন অনেকে বলছে সেগুলোতে পানি খাওয়া হতো। যদি তাই হয়ে থাকে, আমি দুঃখিত। আসলে উদাহরণ দিতে গিয়ে অনেক সময় ভুল হয়ে যায়।”

ভারতের অভিনেত্রী রাশমিকা মান্দানাকে নিয়ে তার দেওয়া আরেক বক্তব্য নিয়েও বিতর্ক হয়েছিল। সে প্রসঙ্গে তিনি বলেন, “মা হাওয়ার সৌন্দর্যের ব্যাখ্যা করতে গিয়ে ওই কথাটি বলেছিলাম। এর জন্য আমি আগেই ক্ষমা চেয়েছি। ভবিষ্যতে এমন কিছু আর বলব না। কেউ কষ্ট পেয়ে থাকলে দুঃখিত।”

মুফতি আমির হামজা ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল কুরআন ও ইসলামিক স্টাডিজ বিভাগের সাবেক শিক্ষার্থী। তিনি কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামী থেকে জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হয়েছিলেন। সম্প্রতি তার বেশ কিছু বক্তব্যকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরসহ বিভিন্ন মহল থেকে তীব্র সমালোচনা হয়েছে। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নিয়ে করা মন্তব্যগুলো বিতর্ক তৈরি করেছে।

No comments

Powered by Blogger.