Header Ads

ক্রিকেটার মুশফিকের ভাতিজার লাশ উদ্ধার কক্সবাজার সৈকতে

                     
                  

ক্রিকেটার মুশফিকের ভাতিজার লাশ উদ্ধার কক্সবাজার সৈকতে



কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী পয়েন্টে গোসলে নেমে নিখোঁজ হওয়া জাতীয় দলের তারকা ক্রিকেটার মুশফিকুর রহিমের ভাতিজা মোহাম্মদ আহনাফের (১৭) লাশ ১৭ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে।

সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে শহরের ১নং ওয়ার্ডের সমিতিপাড়া সৈকতে তার মরদেহ ভেসে ওঠে। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সমুদ্রসৈকতে দায়িত্বে থাকা সি-সেইফ লাইফগার্ডের মাঠ কর্মকর্তা ইমতিয়াজ আহমেদ।

আহনাফের পুরো নাম জুহায়ের আয়মান। তার বাবার নাম মো. শরিফুল ইসলাম। তারা বগুড়া পৌরসভার ৩নং ওয়ার্ডের কাটনারপাড়া এলাকার বাসিন্দা।

রোববার (৭ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে বন্ধুদের সঙ্গে গোসলে নামেন আহনাফ। এ সময় আরও দুইজন পর্যটক পানিতে ডুবে গেলেও দ্রুত তাদের উদ্ধার করা সম্ভব হয়। তবে স্রোতে ভেসে নিখোঁজ হন আহনাফ।

খবর পেয়ে ফায়ার সার্ভিস, সি-সেইফ লাইফগার্ড এবং স্থানীয় স্বেচ্ছাসেবীরা রাতভর তল্লাশি চালান। কিন্তু কোনো সন্ধান মেলেনি।

কক্সবাজার ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা দোলন আচার্য্য জানান, সোমবার সকালে সমিতিপাড়া পয়েন্ট থেকে আহনাফের লাশ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আহনাফ মুশফিকুর রহিমের বড় ভাইয়ের ছেলে। তার মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

No comments

Powered by Blogger.