সাদিক কায়েমের ফেসবুক আইডি উধাও
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে শিবির সমর্থিত প্যানেলের ভাইস প্রেসিডেন্ট (ভিপি) প্রার্থী সাদিক কায়েমের ফেসবুক অ্যাকাউন্ট আর দেখা যাচ্ছে না।
সোমবার দুপুরে তার নাম সার্চ করলে ফেসবুকে আইডিটি খুঁজে পাওয়া যায়নি। এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন ডাকসুর সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী এসএম ফরহাদ। তিনি লিখেছেন, “আমাদের প্যানেলের প্রার্থীদের আইডিতে ধারাবাহিকভাবে সাইবার হামলা চালানো হচ্ছে। কয়েকজন প্রার্থীর অ্যাকাউন্ট ইতোমধ্যেই সাসপেন্ড হয়ে গেছে। অনেকের আইডি আবার বারবার লগআউট হয়ে যাচ্ছে। আল্লাহ সহায়।”
এর আগে ছাত্রদল সমর্থিত জিএস প্রার্থী শেখ তানভীর বারী হামিম অভিযোগ করেছিলেন, কিছু সময়ের জন্য তার ফেসবুক অ্যাকাউন্টও ডিজেবল হয়ে যায়। বিষয়টি তিনি নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে পোস্ট করে জানান।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে ডাকসু নির্বাচন। এ নির্বাচনে মোট ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে নারী ৬২ জন এবং পুরুষ ৪০৯ জন। মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৭৭৫ জন।


No comments