Header Ads

তিন দফা দাবিতে জুলাই ঐক্যের কর্মসূচি প্রকাশ

                         

তিন দফা দাবিতে জুলাই ঐক্যের কর্মসূচি প্রকাশ



রাজধানীতে মানববন্ধনের ঘোষণা দিয়েছে ‘জুলাই ঐক্য’ নামের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম, যারা গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে কাজ করছে। সংগঠনটির দাবি, দেশে আইনশৃঙ্খলার অবনতি, নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য এবং নিরাপদ ক্যাম্পাসের প্রয়োজনীয়তা এখন তীব্র আকার ধারণ করেছে।

আগামী সোমবার (৮ সেপ্টেম্বর) শাহবাগ জাদুঘরের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে বলে তারা জানিয়েছে। রোববার (৭ সেপ্টেম্বর) পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, রাজধানীসহ সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি ক্রমেই অবনতির দিকে যাচ্ছে এবং নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মীরা নৈরাজ্য চালিয়ে যাচ্ছে। ছাত্র সংসদ নির্বাচনের আগ মুহূর্তে বহিরাগতদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করানো হচ্ছে। এতে লেজুড়বৃত্তি ছাত্র সংগঠন ও বাম সংগঠনগুলোর মাধ্যমে বহিরাগতদের মিছিল-মিটিং করিয়ে নির্বাচন পরিবেশকে অস্থিতিশীল করা হচ্ছে বলে অভিযোগ করে ‘জুলাই ঐক্য’।

No comments

Powered by Blogger.