Header Ads

পল্লী বিদ্যুতের কর্মীদের ২৪ ঘণ্টা সময় বেঁধে দিল সরকার

                  

পল্লী বিদ্যুতের কর্মীদের ২৪ ঘণ্টা সময় বেঁধে দিল সরকার


         
পল্লী বিদ্যুৎ সমিতির কর্মীরা গণছুটির নামে কাজে অনুপস্থিত থাকায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় তাদের দ্রুত কাজে ফেরার নির্দেশ দিয়েছে।

রবিবার (৭ সেপ্টেম্বর) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ একটি অত্যাবশ্যক সেবা। এ সেবায় বিঘ্ন সৃষ্টি বা বাধা দেওয়া অত্যাবশ্যক পরিষেবা আইনের আওতায় শাস্তিযোগ্য অপরাধ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সমিতির কর্মকর্তা ও কর্মচারীদের দাবিদাওয়া মেটাতে সরকার আন্তরিকভাবে কাজ করছে। তবে বিদ্যুৎ সরবরাহে নিয়োজিত যেসব কর্মী গণছুটির কারণে কর্মস্থলে অনুপস্থিত আছেন, তাদের ২৪ ঘণ্টার মধ্যে কাজে যোগ দিতে হবে। অন্যথায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

No comments

Powered by Blogger.