Header Ads

তুরস্কে জাহাজ হস্তান্তর, শিল্প উপদেষ্টার আশাবাদী বার্তা

 
             

তুরস্কে জাহাজ হস্তান্তর, শিল্প উপদেষ্টার আশাবাদী বার্তা

তৈরি পোশাক শিল্পের পর বাংলাদেশের সম্ভাবনাময় খাত হিসেবে জাহাজ নির্মাণ শিল্পকে গুরুত্ব দিয়ে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান বলেছেন, এ খাতের উন্নয়নে সরকার সর্বাত্মক সহায়তা প্রদান করবে। তিনি জানান, জাহাজ নির্মাণ আইনকে সময়োপযোগী করার কাজ চলছে এবং খুব দ্রুত তা সম্পন্ন হবে। তিনি আশা প্রকাশ করেন, এ প্রক্রিয়া শুরু করার পর পরবর্তী সরকার তা আরও এগিয়ে নিয়ে যাবে।

রোববার (৭ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা ঘাটে আনন্দ শিপইয়ার্ড প্রাঙ্গণে জাহাজ হস্তান্তর অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে কোম্পানির চেয়ারম্যান আবদুল্লাহিল বারীও উপস্থিত ছিলেন।

বাংলাদেশ আনন্দ শিপইয়ার্ড অ্যান্ড স্লিপওয়েজ লিমিটেড নির্মিত ৫ হাজার ৫০০ মেট্রিক টন ধারণক্ষমতার জাহাজ ‘ওয়েস ওয়্যার’ তুরস্কের নোপ্যাক শিপিং অ্যান্ড ট্রেডিং লিমিটেডের কাছে হস্তান্তর উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিল্প উপদেষ্টা বলেন, “জাহাজ নির্মাণ খাতকে আমাদের সহযোগিতা করতে হবে। আমরা বিশ্বাস করি, একদিন বাংলাদেশে নির্মিত জাহাজ প্রতিরক্ষা খাতেও ব্যবহৃত হবে। এ শিল্প শুধু অগ্রগতি আনবে না, বরং রপ্তানি খাতে পণ্যের বহুমুখীকরণেও ভূমিকা রাখবে।”

আনন্দ শিপইয়ার্ডের চেয়ারম্যান আবদুল্লাহিল বারী বলেন, “দীর্ঘ মেয়াদে অর্থায়নের সমস্যা এ শিল্পের বড় বাধা। সরকার সহযোগিতা করলে এ খাত আরও শক্তিশালী হবে এবং দেশের সামগ্রিক উন্নয়ন ত্বরান্বিত হবে।”

প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, ‘ওয়েস ওয়্যার’ জাহাজটির দৈর্ঘ্য ৩৪১ ফুট, প্রস্থ ৫৫ ফুট এবং গভীরতা ২৫ ফুট। এটি ২ হাজার ৭৩৫ হর্সপাওয়ার ক্ষমতাসম্পন্ন ইঞ্জিন দ্বারা চালিত এবং প্রতি ঘণ্টায় ১২ নট বেগে ৫ হাজার ৫০০ টন পর্যন্ত মালামাল পরিবহন করতে সক্ষম। ইস্পাতের কয়েল, কয়লা, সার, খাদ্যশস্য, রাসায়নিক পদার্থসহ বিভিন্ন ধরনের পণ্য বহনে এটি উপযোগী।

No comments

Powered by Blogger.