Header Ads

এলপি গ্যাসের দাম কমল

                                                  

এলপি গ্যাসের দাম কমল




ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)–এর ১২ কেজির সিলিন্ডারের দাম ৯১ টাকা কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

অগাস্ট মাসের জন্য ১২ কেজির সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ২৭৩ টাকা, যা জুলাই মাসে ছিল ১ হাজার ৩৬৪ টাকা। সে হিসাবে প্রতি কেজিতে দাম পড়ছে ১০৬ টাকা ১১ পয়সা।

বিইআরসির বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই নতুন দাম রোববার সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে।

এছাড়া, অগাস্ট মাসের জন্য অটোগ্যাসের দামও কমিয়েছে কমিশন। প্রতি লিটারে ৪ টাকা ১৮ পয়সা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৫৮ টাকা ২৮ পয়সা (মূসকসহ)। জুলাই মাসে এই দাম ছিল ৬২ টাকা ৪৬ পয়সা।

গত এক বছরে এ নিয়ে এলপিজি ও অটোগ্যাসের দাম কমানো হলো ৪ বার, বাড়ানো হয়েছে ৭ বার, এবং একবার দাম অপরিবর্তিত ছিল।

এলপিজির মূল উপাদান প্রোপেন ও বিউটেন আমদানি করতে হয় সৌদি আরবসহ বিভিন্ন দেশ থেকে। সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান আরামকোর নির্ধারিত কার্গো মূল্য (সিপি) বিবেচনায় বিইআরসি দেশে এলপিজির দাম সমন্বয় করে।

এবার প্রোপেন ও বিউটেনের গড় সিপি মূল্য ৫০০ দশমিক ৫০ ডলার ধরা হয়েছে, যার ভিত্তিতে নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

No comments

Powered by Blogger.