Header Ads

সেই মঞ্চেই নাহিদ স্বীকার করলেন ব্যর্থতা

                                          

সেই মঞ্চেই নাহিদ স্বীকার করলেন ব্যর্থতা


                              

এক বছর আগে ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ‘মুজিববাদী ব্যবস্থা’ বিলোপের এক দফা দাবি জানিয়েছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। এক বছর পর শনিবার (৩ আগস্ট, ২০২৫) একই স্থানে সমাবেশে দাঁড়িয়ে তিনি সেই দাবির বাস্তবায়নে ব্যর্থতার দায় স্বীকার করেন।

নাহিদ ইসলাম বলেন, “আগের বন্দোবস্তের পতন ঘটাতে পারিনি, নতুন সংবিধান তৈরি করতে পারিনি, ক্ষমতার দুর্নীতিপরায়ণ স্তম্ভ ও সামরিক-প্রশাসনিক কাঠামো ভাঙতে পারিনি। আজ আমরা নিজেদের অক্ষমতা স্বীকার করতেই এখানে এসেছি।”

তিনি আরও বলেন, “যে এক দফা আমরা ঘোষণা করেছিলাম, তা কোনো ব্যক্তি বা দলের পক্ষে নয়; ছিল জনগণের পক্ষে, অভ্যুত্থানকারী ছাত্র-জনতা ও শহীদ ভাই-বোনদের পক্ষ থেকে।”

এই সমাবেশে এনসিপি নতুন ‘২৪ দফা’ ইশতেহার ঘোষণা করে। এর মূল প্রতিশ্রুতিগুলোর মধ্যে রয়েছে—

  • নতুন সংবিধান প্রণয়ন করে ‘সেকেন্ড রিপাবলিক’ গঠন

  • জুলাই গণঅভ্যুত্থান ও শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি

  • আইন-আদালত ও প্রশাসনে সংস্কার

  • র‌্যাব বিলুপ্তি ও জনবান্ধব পুলিশ ব্যবস্থা

  • দুর্নীতি দমনে হুইসেলব্লোয়ার সুরক্ষা আইন

  • নারী, ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের অধিকারের নিশ্চয়তা

  • শিক্ষার আধুনিকায়ন, গবেষণা ও প্রযুক্তি-বিপ্লব

  • তারুণ্যের কর্মসংস্থান, ফ্রিল্যান্সিং ও বৈদেশিক শ্রমবাজারে দক্ষতা উন্নয়ন

  • স্থানীয় সরকারে বিকেন্দ্রীকরণ, গ্রাম পার্লামেন্টের প্রবর্তন

  • অর্থনীতিকে মানবকেন্দ্রিক ও কল্যাণমুখী কাঠামোয় রূপান্তরের অঙ্গীকার

এছাড়া গণমাধ্যমের স্বাধীনতা, স্বাস্থ্যসেবায় ডিজিটালাইজেশন, দুর্নীতি প্রতিরোধে আইনি সংস্কার, এবং নারীর রাজনৈতিক অংশগ্রহণ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

No comments

Powered by Blogger.