Header Ads

বাংলা ভাষাকে ‘বাংলাদেশি ভাষা’ বলা চরম অপমান: মমতা

 
                                   

বাংলা ভাষাকে ‘বাংলাদেশি ভাষা’ বলা চরম অপমান: মমতা



নয়াদিল্লি পুলিশের একটি চিঠিতে বাংলা ভাষাকে ‘বাংলাদেশি ভাষা’ বলে উল্লেখ করায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি একে অপমানজনক এবং ভারতীয় সংবিধান ও বাঙালি জাতির মর্যাদার পরিপন্থি বলে মন্তব্য করেছেন।

সম্প্রতি দিল্লির লোধি কলোনি থানার এক তদন্ত কর্মকর্তা আটজন সন্দেহভাজন বাংলাদেশি নাগরিকের বিষয়ে বঙ্গভবনের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে একটি চিঠি পাঠান। সেই চিঠিতে তিনি ‘বাংলাদেশি ভাষায় লেখা’ নথিপত্র অনুবাদের অনুরোধ জানান। চিঠির শিরোনামে লেখা ছিল— ‘বাংলাদেশি ভাষায় লেখা তথ্যের অনুবাদ সংক্রান্ত’। এতে বাংলা ভাষাকে ‘বাংলাদেশি জাতীয় ভাষা’ বলেও উল্লেখ করা হয়।

এ ঘটনা প্রকাশ্যে আসার পর পশ্চিমবঙ্গ সরকার এবং তৃণমূল কংগ্রেস তীব্র প্রতিবাদ জানায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “বাংলা আমাদের মাতৃভাষা। এই ভাষায় লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ, বঙ্কিমচন্দ্র। আমাদের জাতীয় সংগীত ও জাতীয় গানও বাংলায় লেখা। এই ভাষাকে ‘বাংলাদেশি ভাষা’ বলা শুধু ভুল নয়, বরং এটি একটি জাতিসত্তার অপমান।”

তিনি কেন্দ্রীয় সরকারের প্রতি আহ্বান জানান, যেন তারা এই ঘটনার জন্য ক্ষমা চায় এবং ভবিষ্যতে এমন বিভ্রান্তিকর ও অপমানজনক শব্দচয়ন থেকে বিরত থাকে।

তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতারাও এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন। দলীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের বিরুদ্ধে তীব্র ভাষায় প্রতিক্রিয়া জানান।

অন্যদিকে বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী ও পশ্চিমবঙ্গের সাংসদ সুকান্ত মজুমদার বলেন, “আমি ওই চিঠিটি দেখিনি, তাই বিস্তারিত মন্তব্য করতে পারছি না। তবে যেহেতু যাদের নিয়ে চিঠি লেখা হয়েছে, তারা বাংলাদেশি বলে সন্দেহ করা হচ্ছে, সে প্রেক্ষাপটে ভাষাকে ‘বাংলাদেশি ভাষা’ বলা হয়েছে কিনা, তা খতিয়ে দেখা দরকার।”

এ বিষয়ে এখনো কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি।

No comments

Powered by Blogger.