Header Ads

আগস্টে টানা ৫ দিনের ছুটির সুযোগ

                                                    

আগস্টে টানা ৫ দিনের ছুটির সুযোগ





চলতি আগস্ট মাসে সরকারি ও বেসরকারি চাকরিজীবীরা টানা পাঁচ দিনের ছুটি পাওয়ার সম্ভাবনা রয়েছে। মাত্র দুই দিন ছুটি ম্যানেজ করতে পারলেই মিলতে পারে এই বিরল সুযোগ।

সরকার চলতি বছরের ৫ আগস্টকে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে ঘোষণা করেছে। এ উপলক্ষে মঙ্গলবার (৫ আগস্ট) থাকবে সাধারণ ছুটি।

এরপর ৮ ও ৯ আগস্ট যথাক্রমে শুক্রবার ও শনিবার পড়ায় নিয়মিত সাপ্তাহিক ছুটি থাকছে। মাঝের দুই দিন—৬ ও ৭ আগস্ট (বুধবার ও বৃহস্পতিবার)—ছুটি ম্যানেজ করতে পারলে মিলবে টানা পাঁচ দিনের ছুটি।

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের ঘটনার স্মরণে ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে পালিত হবে। এদিন সাধারণ ছুটি ঘোষণা করে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে গত ২ জুলাই প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রতি বছর ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে পালন করা হবে এবং এ দিনটিকে সাধারণ ছুটি হিসেবে গণ্য করা হবে। এ ছাড়া, দিনটিকে জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালনসংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগের ২০২৪ সালের ২১ অক্টোবর জারি করা পরিপত্র অনুযায়ী ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

No comments

Powered by Blogger.