রুমিন ফারহানাকে সাইবার বুলিংয়ের শিকার বললেন হাসনাত আব্দুল্লাহ
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানাকে বর্তমানে সাইবার বুলিংয়ের শিকার হতে হচ্ছে। তিনি এ ধরনের অনাকাঙ্ক্ষিত আচরণ বন্ধ করার আহ্বান জানান।
মঙ্গলবার (২৬ আগস্ট) রাজধানীর মানিক মিয়া এভিনিউতে ‘মায়ের ডাক’ সংগঠনের উদ্যোগে আয়োজিত ‘গুমের স্মৃতির আলোকচিত্রমালা’ প্রদর্শনী ঘুরে দেখার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ মন্তব্য করেন।
হাসনাত বলেন, “দীর্ঘদিন রাজপথে সংগ্রাম করে যাওয়া রুমিন আপাকে নিয়ে সামাজিক মাধ্যমে বাজে মন্তব্য ও কটূক্তি করা হচ্ছে। আমি সবাইকে অনুরোধ করব, এ ধরনের সংস্কৃতি থেকে বেরিয়ে আসা উচিত। রাজনৈতিক মতভেদের কারণে ব্যক্তিগত আক্রমণ করা বা নারী নেত্রীদের অসম্মান করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”
তিনি আরও বলেন, “আমাদের ভিন্নমত থাকতেই পারে, তবে সেটি গণতান্ত্রিক চর্চার মধ্য দিয়েই হওয়া উচিত। যারা ফ্যাসিবাদবিরোধী রাজনীতিতে বিশ্বাস করি, আমাদের উচিত ছোটখাটো মতপার্থক্য ভুলে একসঙ্গে একটি উন্নত বাংলাদেশ গড়ে তোলা।”
সংস্কার ও বিচার প্রসঙ্গে তিনি মন্তব্য করেন, “সদিচ্ছা থাকলে ফেব্রুয়ারির মধ্যেই সংস্কার ও বিচার প্রক্রিয়া শুরু করা সম্ভব। তবে এর জন্য রাজনৈতিক দলগুলোর আন্তরিকতা দরকার।”
রাষ্ট্রীয় ভূমিকার সমালোচনা করে হাসনাত বলেন, “রাষ্ট্র এখন নিজেরাই ভক্ষকের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। গুমের ঘটনায় যারা দায়ী, তাদের অবশ্যই আইনের আওতায় আনতে হবে। কেবল নির্বাচন আয়োজন নয়, গুমের বিচার নিশ্চিত করাও সরকারের দায়িত্ব।”
তিনি আরও যোগ করেন, “নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন হয়তো ঘটতে পারে, তবে গুমের শিকার হওয়া পরিবারগুলোর দায় সরকার এড়িয়ে যেতে পারবে না। এ বিষয়ে তাদের দায়িত্বশীল আচরণ করতে হবে।


No comments