Header Ads

হিজাব ইস্যুতে ভিকারুননিসার সেই শিক্ষিকা বরখাস্ত

                        

হিজাব ইস্যুতে ভিকারুননিসার সেই শিক্ষিকা বরখাস্ত


 

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের বসুন্ধরা প্রভাতী শাখায় হিজাব ইস্যুতে শিক্ষার্থীকে শ্রেণিকক্ষ থেকে বের করে দেওয়ার ঘটনায় এক শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

মঙ্গলবার বিকেলে প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাজেদা বেগমের স্বাক্ষরিত এক নোটিশে জানানো হয়, সহকারী শিক্ষক ফজিলাতুন নাহারকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে আগামী সাত কর্মদিবসের মধ্যে কেন তাকে স্থায়ীভাবে চাকরিচ্যুত করা হবে না— সেই মর্মে কারণ দর্শানোর নোটিশও প্রদান করা হয়েছে।

অভিযোগে বলা হয়, গত ২৪ আগস্ট ষষ্ঠ শ্রেণির প্রায় ২০–২২ জন শিক্ষার্থী হিজাব পরে ক্লাসে আসলে, শেষ পিরিয়ডে ইংরেজি শিক্ষক ফজিলাতুন নাহার তাদের শ্রেণিকক্ষ থেকে বের করে দেন। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে খারাপ ব্যবহার করা হয়েছে বলেও অভিযোগ করে অভিভাবকরা।

ঘটনা নিয়ে শিক্ষক ফজিলাতুন নাহার গণমাধ্যমকে জানান, প্রতিষ্ঠানের একটি নির্দিষ্ট ড্রেস কোড রয়েছে। পর্দার জন্য শিক্ষার্থীদের সাদা স্কার্ফ ব্যবহার করতে হয়, কিন্তু কয়েকজন শিক্ষার্থী ওড়না পরে আসায় তাদের ক্লাস থেকে বের করা হয়েছে।

এ বিষয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাজেদা বেগম বলেন, ভিকারুননিসায় হিজাব পরার ওপর কোনো নিষেধাজ্ঞা নেই। অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

No comments

Powered by Blogger.