প্রয়োজনে কেয়ামত পর্যন্ত ভ্যাট নিরীক্ষা বন্ধ থাকবে
এনবিআরের চেয়ারম্যান আবদুর রহমান খান বলেছেন, স্বয়ংক্রিয় পদ্ধতি চালু না হওয়া পর্যন্ত প্রয়োজনে অনির্দিষ্টকালের জন্য ভ্যাট নিরীক্ষা স্থগিত থাকবে। তিনি আশ্বস্ত করে বলেন, ব্যবসায়ীরা যেন একে কোনো ধরনের হয়রানি মনে না করেন, এটি শুধুই সংস্কারের অংশ।
মঙ্গলবার রাজধানীর গুলশানের এক হোটেলে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত ‘কর ও ভ্যাট সংস্কার’ বিষয়ক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। অনুষ্ঠানের সঞ্চালনা করেন সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম।
এনবিআর চেয়ারম্যান বলেন, “আমরা একটি অভিন্ন ভ্যাট হার চালু করতে চাই। তবে এ ক্ষেত্রে ব্যবসায়ীরাই বড় বাধা হয়ে দাঁড়ান। এখন আর ভ্যাট দিতে কারও কাছে যেতে হয় না, নিজস্ব সিস্টেম থেকে এক ক্লিকেই ভ্যাট পরিশোধ করা সম্ভব।”
কর ছাড় প্রসঙ্গে তিনি জানান, কর্মসংস্থান বাড়াতে দেশি ও বিদেশি বিনিয়োগকারীদের কর ছাড় দেওয়া হয়। কিন্তু অনেক সময় আট বছরের জন্য দেওয়া ছাড় চলতে থাকে ৪০ বছর পর্যন্ত। তিনি স্বীকার করেন, রাজস্ব ব্যবস্থাপনায় দুর্বলতা আছে এবং তা কাটিয়ে উঠতে হবে। তার মতে, বৈদেশিক ঋণের চাপ দিন দিন বাড়ছে, নিজস্ব রাজস্ব বৃদ্ধি না হলে এই ঋণ পরিশোধ করাও ঝুঁকিপূর্ণ হয়ে উঠবে।
তিনি আরও বলেন, “রাজস্ব খাতে নীতিগত আলোচনায় ৯০ শতাংশ সময় ব্যয় হয়। এতে রাজস্ব সংগ্রহের কাজ ব্যাহত হয়। এ কারণে রাজস্ব খাতকে দুই ভাগে ভাগ করার উদ্যোগ নেওয়া হচ্ছে। একজনের পরিবর্তে দুজন কাজ করলে পরিস্থিতি ভালো হবে।”
ন্যূনতম করহার প্রসঙ্গে তিনি মন্তব্য করেন, এটি এক ধরনের কালো আইন। ভবিষ্যতে এ নিয়ম বাতিল করা হবে। তবে বর্তমানে তা সরিয়ে ফেললে রাজস্ব আয় কমে যাবে। তাই শৃঙ্খলা ফিরলে এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে।
সংলাপে বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি, উদ্যোক্তা ও বিশেষজ্ঞরা অংশ নেন।


No comments