Header Ads

ছাত্র-জনতাকে আনতে আট জোড়া ট্রেন ভাড়া করল সরকার

 
                            

ছাত্র-জনতাকে আনতে আট জোড়া ট্রেন ভাড়া করল সরকার



ঐতিহাসিক ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ অনুষ্ঠানে সারা দেশ থেকে ছাত্র-জনতা আনতে আট জোড়া ট্রেন ভাড়া করেছে সরকার
। এসব ট্রেনে দেশের বিভিন্ন জেলা থেকে মানুষকে আগামী মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরের মধ্যে ঢাকায় আনা হবে। কর্মসূচি শেষে তাঁদের আবার নিজ নিজ গন্তব্যে পৌঁছে দেবে এই ট্রেনগুলো। আট জোড়া বিশেষ ট্রেন ভাড়ায় মোট ব্যয় ধরা হয়েছে প্রায় ৩০ লাখ ৪৬ হাজার টাকা, যা পরিশোধ করবে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়

ঐ দিন বিকেলে রাজধানীর জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউয়ে ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করা হবে। এতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস পাঠ করতে পারেন মূল ঘোষণাপত্র। উপস্থিত থাকবেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও।

রেলপথ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, জুলাই গণ–অভ্যুত্থান অধিদপ্তর রবিবার মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে চিঠি পাঠায় ট্রেন ভাড়ার অনুরোধ জানিয়ে। এরপর মন্ত্রণালয় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে রেলপথ মন্ত্রণালয়কে নির্দেশ দিলে আটটি বিশেষ ট্রেন ব্যবস্থার সিদ্ধান্ত নেওয়া হয়। রেলপথ মন্ত্রণালয় চিঠিতে উল্লেখিত সময় অনুযায়ী একটি সূচিপত্রও তৈরি করেছে।

বিশেষ ট্রেনগুলোর গন্তব্য ও ভাড়া:

  • চট্টগ্রাম-ঢাকা (১৬ কোচ): আসন ৮৯২, ভাড়া ৭ লাখ টাকার কিছু বেশি

  • জয়দেবপুর-ঢাকা (৮ কোচ): আসন ৭৩৬, ভাড়া প্রায় ৭২,৫০০ টাকা

  • নারায়ণগঞ্জ-ঢাকা (১০ কোচ): আসন ৫১০, ভাড়া সাড়ে ৫৬ হাজার টাকা

  • নরসিংদী-ঢাকা (১২ কোচ): আসন ৬৫২, ভাড়া প্রায় ৯৫ হাজার টাকা

  • সিলেট-ঢাকা (১১ কোচ): আসন ৫৪৮, ভাড়া ৩ লাখ ২৩ হাজার টাকা

  • রাজশাহী-ঢাকা (৭ কোচ): আসন ৫৪৮, ভাড়া ৪ লাখ ৮৫ হাজার টাকা

  • রংপুর-ঢাকা (১৪ কোচ): আসন ৬৩৮, ভাড়া প্রায় সাড়ে ১০ লাখ টাকা

  • ভাঙা (ফরিদপুর)-ঢাকা (৭ কোচ): আসন ৬৭৬, ভাড়া প্রায় ২ লাখ ৬১ হাজার টাকা

রেল কর্মকর্তারা জানিয়েছেন, বিশেষ ট্রেন পরিচালনার জন্য একটি নির্দিষ্ট সূচি করা হয়েছে। যেমন, রংপুর থেকে ট্রেন ছাড়বে ৪ আগস্ট রাত সাড়ে ১১টায়। চট্টগ্রাম, রাজশাহী ও সিলেট থেকে ট্রেন ছাড়বে ৫ আগস্ট ভোরে। গাজীপুর, নরসিংদী ও ফরিদপুর থেকে ট্রেনগুলো ছাড়বে দুপুরের আগেই। কর্মসূচি শেষে দূরবর্তী গন্তব্যে যাওয়ার ট্রেন আগে ছেড়ে দেবে, এরপর পর্যায়ক্রমে কাছাকাছি গন্তব্যে ট্রেন ছাড়বে।

রেলওয়ে সূত্র বলছে, এ রকম ট্রেন ভাড়ায় অতীতেও নজির রয়েছে। আওয়ামী লীগ সরকারের সময়ে দলটির সমাবেশে লোক আনতে ট্রেন ভাড়া করা হতো। জামায়াতে ইসলামী ও বিএনপির ছাত্রসংগঠনও একইভাবে ট্রেন ভাড়া করে কর্মসূচিতে লোক এনেছে।

সম্প্রতি ছাত্রদল মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শাহবাগে ছাত্র সমাবেশ করে। এতে অংশ নিতে চট্টগ্রাম নগর ছাত্রদল ২০টি কোচের একটি বিশেষ ট্রেন ভাড়া করে, যাতে ছিল ১,১২৬টি আসন। অন্যদিকে জামায়াতে ইসলামীর ১৯ জুলাইয়ের সমাবেশে অংশ নিতে চার জোড়া বিশেষ ট্রেন ভাড়া করা হয় ময়মনসিংহ, সিরাজগঞ্জ, রাজশাহী ও চট্টগ্রাম থেকে, যার জন্য খরচ হয় প্রায় ৩২ লাখ টাকা

সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের ট্রেন ভাড়া নিয়ে সমালোচনা হলে রেল কর্তৃপক্ষ ব্যাখ্যা দিয়ে জানায়, নির্ধারিত ভাড়ায় রাজনৈতিক দল বা মন্ত্রণালয়ের আবেদনে বিশেষ ট্রেন চালানো নিয়মের মধ্যেই পড়ে, এবং এতে স্বাভাবিক নিয়মে কোনো ব্যত্যয় হয় না। বরং সাধারণ ট্রেন ভাড়ার চেয়ে ৩০ শতাংশ বেশি ভাড়া আদায় করা হয়

রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম বলেন, ‘রাজনৈতিক দল যেমন ট্রেন ভাড়া করে, এখন সরকারের একটি মন্ত্রণালয় চেয়েছে। আমরা ভাড়া পাচ্ছি, তাই ট্রেন দেওয়া হয়েছে।

No comments

Powered by Blogger.