Header Ads

নতুন অর্থবছরের শুরুতেই রেমিট্যান্সে ভালো খবর



                            

নতুন অর্থবছরের শুরুতেই রেমিট্যান্সে ভালো খবর



 নতুন অর্থবছর ২০২৫-২৬ এর শুরুতেই রেমিট্যান্স খাতে ভালো খবর দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সদ্যসমাপ্ত জুলাই মাসে প্রবাসীরা দেশে ২৪৮ কোটি মার্কিন ডলার পাঠিয়েছেন, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩০ হাজার ২৩০ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা ধরে)।

রোববার (৩ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত বছরের একই মাসের তুলনায় রেমিট্যান্স আয় বেড়েছে ২৯ দশমিক ৪৮ শতাংশ। ২০২৪ সালের জুলাইয়ে দেশে এসেছিল ১৯১ কোটি ডলার রেমিট্যান্স।

বাংলাদেশ ব্যাংক জানায়, ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে পাঠানো এ অর্থ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক প্রভাব ফেলছে। কর্মকর্তারা বলছেন, হুন্ডি প্রতিরোধে সরকারের বিভিন্ন পদক্ষেপ, রেমিট্যান্সে ২ দশমিক ৫ শতাংশ প্রণোদনা এবং ব্যাংকিং সেবার উন্নয়নের কারণে এই বৃদ্ধির ধারা তৈরি হয়েছে।

এর আগে, গত জুন মাসে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ২৮২ কোটি মার্কিন ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১১ শতাংশ বেশি।

২০২৪-২৫ অর্থবছরেও রেমিট্যান্স খাতে রেকর্ড প্রবাহ দেখা গেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ওই অর্থবছরে দেশে মোট রেমিট্যান্স এসেছে ৩০ দশমিক ৩৩ বিলিয়ন মার্কিন ডলার, যা আগের অর্থবছরের তুলনায় প্রায় ২৭ শতাংশ বেশি। ২০২৩-২৪ অর্থবছরে রেমিট্যান্স এসেছিল ২৩ দশমিক ৭৪ বিলিয়ন ডলার।

এটি বাংলাদেশের ইতিহাসে এক অর্থবছরে সর্বোচ্চ রেমিট্যান্স অর্জনের রেকর্ড। প্রবাসী আয়ের এ ধারা দেশের অর্থনীতিতে স্থিতিশীলতা ও বৈদেশিক মুদ্রার সরবরাহে স্বস্তি নিয়ে এসেছে।

No comments

Powered by Blogger.