Header Ads

এনসিপির বিকেলের সমাবেশ, প্রস্তুতি শেষের পথে

 
                 
                         

এনসিপির বিকেলের সমাবেশ, প্রস্তুতি শেষের পথে




বাংলাদেশের ইশতেহার’ ঘোষণার লক্ষ্যে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আজ সমাবেশ করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ উপলক্ষে শহীদ মিনার প্রাঙ্গণের সাজসজ্জার কাজ প্রায় শেষ পর্যায়ে।

রোববার (৩ আগস্ট) দুপুর ১২টার দিকে দেখা যায়, শহীদ মিনারের মূল বেদিতে মঞ্চ নির্মাণের কাজ চলছে। পাশাপাশি মিনারজুড়ে সাউন্ড সিস্টেম বসানো হচ্ছে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, নিরাপত্তা নিশ্চিত করতে আশপাশে ১০৫টি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। জনসমাগমের কথা মাথায় রেখে শহীদ মিনারের চারপাশে ছয়টি বড় পর্দা বসানো হয়েছে। এছাড়া আগত নেতাকর্মীদের জন্য মোবাইল টয়লেটের ব্যবস্থাও রাখা হয়েছে।

সমাবেশকে কেন্দ্র করে ইতোমধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা শহীদ মিনার এলাকায় আসতে শুরু করেছেন। আওয়ামী লীগ সরকারের পতনের ডাক দিয়ে গঠিত নতুন রাজনৈতিক দল এনসিপির তরফ থেকে সারা দেশের নেতাকর্মীদের এদিন শহীদ মিনারে উপস্থিত হওয়ার আহ্বান জানানো হয়েছে। দলটির নেতৃত্বে রয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সামনের সারির তরুণরা।

এনসিপি নেতারা জানিয়েছেন, ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে এক থেকে দেড় লাখ নেতাকর্মীর সমাগমের প্রস্তুতি নেওয়া হয়েছে। তবে একই সময়ে কাছাকাছি শাহবাগে জাতীয়তাবাদী ছাত্রদলের ছাত্রসমাবেশ কর্মসূচি থাকায় কিছুটা উত্তেজনা তৈরি হতে পারে বলে মনে করছেন তারা। এজন্য সংঘাত এড়াতে নেতাকর্মীদের সতর্ক থাকতে বলা হয়েছে।

দলটির এক কেন্দ্রীয় নেতা বলেন, “একই দিনে ছাত্রদল ও এনসিপির কর্মসূচি থাকায় কিছু এলাকায় শঙ্কার কথা শোনা যাচ্ছে। কোথাও কোথাও বাধার আশঙ্কাও রয়েছে। তবে আমরা সর্বোচ্চ শান্তিপূর্ণভাবে এগিয়ে যেতে চেষ্টা করব।

No comments

Powered by Blogger.