দেশবাসীর উদ্দেশে নাহিদ, হাসনাত ও সারজিসের বার্তা
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতৃবৃন্দ—আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এবং সারজিস আলম—শনিবার (৩ আগস্ট) রাতে একটি ভিডিও বার্তার মাধ্যমে দেশবাসীর উদ্দেশে গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন।
ভিডিওর শুরুতে এনসিপির মুখ্য সমন্বয়ক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ বলেন, “২০২৪ সালের ৩ আগস্ট আমরা এক দফার ঘোষণার মধ্য দিয়ে ফ্যাসিবাদের পতনের সূচনা করতে সক্ষম হয়েছিলাম। তবে যেই নতুন রাষ্ট্র গঠনের স্বপ্ন, যেই বন্দোবস্তের প্রতিশ্রুতি আমরা জনগণকে দিয়েছিলাম, সেটি এখনো পূর্ণতা পায়নি। সেই লক্ষ্যেই আমরা এখনো লড়াই চালিয়ে যাচ্ছি।”
এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেন, “গত জুলাই মাসে আমরা দেশের ৬৪টি জেলায় গিয়েছি, মানুষের দরজায় গিয়েছি। বিচার, সংস্কার এবং নতুন সংবিধানকে সামনে রেখে আমরা নতুন রাষ্ট্রের স্বপ্ন নিয়ে পদযাত্রা করেছি। মানুষের আশা-আকাঙ্ক্ষা শুনেছি, আর সেই ভিত্তিতেই নতুন বাংলাদেশের ইশতেহার সাজিয়েছি।”
সবশেষে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, “জুলাই গণ-অভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে আমরা আবারও শহীদ মিনারে সমবেত হচ্ছি। আমাদের কাছে জুলাই কোনো সমাপ্তি ছিল না—এটি ছিল একটি সম্ভাবনার শুরু। হয়তো এই এক বছরে কিছু হতাশা এসেছে, কিছু অপ্রাপ্তি রয়ে গেছে। কিন্তু যদি আমরা ঐক্যবদ্ধ থাকি, স্বপ্ন ধরে রাখি, তাহলে অবশ্যই আমরা আমাদের আকাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে পারব।”
তিনি আরও বলেন, “জুলাই পদযাত্রার অভিজ্ঞতা ও মানুষের চাওয়া-পাওয়ার ভিত্তিতে আমরা আগামীর রাষ্ট্রকল্প ঘোষণা করতে যাচ্ছি। এটি হবে আমাদের ভবিষ্যৎ কর্মসূচির দিকনির্দেশনা। আগামীকাল বিকেল ৪টায় শহীদ মিনারে আপনারা উপস্থিত থাকুন। আমাদের সঙ্গে থাকুন, আমাদের ওপর আস্থা রাখুন। আমরা সেই আস্থার প্রতীক হয়ে বাংলাদেশ পুনর্গঠনের সংগ্রাম চালিয়ে যেতে চাই।


No comments