শাহবাগে জনস্রোত শুরু
জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর শাহবাগে ছাত্রসমাবেশ করছে জাতীয়তাবাদী ছাত্রদল। এ সমাবেশে অংশ নিতে দেশের বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা ইতোমধ্যে ঢাকায় এসে জড়ো হয়েছেন।
রোববার (৩ আগস্ট) দুপুর আড়াইটায় আনুষ্ঠানিকভাবে এ সমাবেশ শুরু হবে। এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান।
সমাবেশ ঘিরে আগেই সারা দেশ থেকে ছাত্রদলের নেতাকর্মীদের ঢাকায় আসার নির্দেশনা দেওয়া হয়েছিল। দুপুর পৌনে ১২টার দিকে দেখা গেছে, শাহবাগ মোড়ে সমাবেশস্থলে মঞ্চ তৈরি হয়ে গেছে। সৌন্দর্যবর্ধনের কাজ চলমান রয়েছে।
ঢাকা ও বিভিন্ন জেলা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা এসে সমবেত হচ্ছেন। স্লোগানে মুখর শাহবাগ এলাকায় কেউ জাতীয় পতাকা, কেউ দলীয় পতাকা হাতে রেখেছেন। অনেকেই রাস্তায় বসে বিশ্রাম নিচ্ছেন, কারণ শাহবাগ এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে।
প্রত্যন্ত জেলা থেকে আসা নেতাকর্মীরা দীর্ঘ যাত্রা ও গরমের কষ্ট ভুলে স্লোগানে নিজেদের উজ্জীবিত রাখছেন। শাহবাগ মোড় মুখর হয়ে উঠেছে ‘স্বৈরাচার নিপাত যাক’, ‘জিয়ার সৈনিক এক হও’, ‘জিয়া আমার চেতনা’, ‘খালেদা জিয়া ভয় নাই’, ‘তারেক রহমান জিন্দাবাদ’ ইত্যাদি স্লোগানে।
ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির জানান, “আজকের এই সমাবেশ হবে ছাত্রদলের ইতিহাসে সবচেয়ে বড় ছাত্রসমাবেশ। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ গত ১৭ বছর দেশের গণতান্ত্রিক ধারা বাধাগ্রস্ত হয়েছে। তরুণদের ঐক্যবদ্ধ অংশগ্রহণে সমাবেশ সফল হবে।”
তিনি আরও বলেন, “ছাত্রদলের লক্ষাধিক নেতাকর্মী এ সমাবেশে অংশ নিচ্ছেন। পাশাপাশি সাধারণ শিক্ষার্থীরাও সমাবেশে অংশ নিচ্ছেন বলে আশা করছি।”
লক্ষ্মীপুর পৌর ছাত্রদলের আহ্বায়ক আবুল বারাকাত সৌরভ বলেন, “আমরা অনেক দূর থেকে এসেছি। সমাবেশ শুরুর আগ পর্যন্ত কর্মীদের উদ্দীপনা ধরে রাখতে স্লোগান দিয়ে যাচ্ছি। এই উদ্দীপনা সমাবেশ শেষ পর্যন্ত বজায় থাকবে।”
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভাপতিত্ব করবেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সঞ্চালনায় থাকবেন সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।
সমাবেশ কেন্দ্র করে শাহবাগ এলাকায় জনসমাগমের কারণে যান চলাচল বিঘ্নিত হচ্ছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, শাহবাগ ক্রসিং দিয়ে যান চলাচল সম্ভব না হওয়ায় নগরবাসীকে বিকল্প পথ ব্যবহার করার অনুরোধ জানানো হয়েছে।
.jpg)

No comments