Header Ads

এনসিপি যেন নৌকা মার্কা নিয়ে নির্বাচন করলেই জিতবে

                                                   

এনসিপি যেন নৌকা মার্কা নিয়ে নির্বাচন করলেই জিতবে




জ্যেষ্ঠ সাংবাদিক মাহবুব কামাল বলেছেন, এনসিপি যদি নৌকা মার্কা নিয়ে নির্বাচন করে, তাহলে তারা জিতবে। জেতার পর বঙ্গবন্ধুকে ফেলে দেবে।’ সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে তিনি এসব কথা বলেন।

মাহবুব কামাল বলেন, ‘এখানে আমাদের মধ্যে এত ফিলোসফার (দার্শনিক) জন্মেছে যে কথাটা বলা কঠিন হয়ে গেছে। সবাই ফিলোসফার, সবাই এমনভাবে দার্শনিক কথা বলছে যে মনে হয় আমরা কিছুই জানি না, কিছুই বুঝি না।’

তিনি আরও বলেন, ‘আমি অফিসের নিচের চায়ের দোকানে আলাপ করছিলাম। আমি বললাম—এনসিপিকে একটা পরামর্শ দিতে চাই, আওয়ামী লীগের নিবন্ধন বাতিল হয়েছে, নৌকা মার্কাও আওয়ামী লীগের নেই। তাই এনসিপি যেন নৌকা মার্কা নিয়ে নির্বাচন করে। এতে গ্রামের অনেক মানুষ, যারা নৌকা মার্কাকে বঙ্গবন্ধুর দল মনে করে, তারা ভোট দেবে। এনসিপি জিতে যাবে, তারপর বঙ্গবন্ধুকে ফেলে দেবে।’

তিনি আরো জানান, ‘গ্রামের একজন প্রবীণ ব্যক্তি বলেছিলেন, তিনি ৫৪ সাল থেকে নৌকা মার্কায় ভোট দিয়ে আসছেন। তারা এই রাজনীতির জটিলতা বুঝতে পারছে না।’

জ্যেষ্ঠ সাংবাদিক বলেন, ‘আপনি একটি অবাস্তব ধারণা বাস্তবায়ন করার চেষ্টা করছেন যে মুক্তিযুদ্ধ থাকবে না, মুক্তিযুদ্ধের চিহ্ন থাকবে না। এটা কি বাস্তবায়নযোগ্য? মানুষের জীবন কিছু স্মৃতির সমষ্টি। আমি আমার ৭০-৭১ বছরের জীবনে কী করেছি, সেটা নিয়ে স্মৃতিচারণ করি। স্মৃতি না থাকলে মানুষ মৃত বা জড় পদার্থের মতো। মুক্তিযুদ্ধ আমাদের একটি স্মৃতি, আর আপনি আমাদের সেই স্মৃতি মুছে দিতে চাইছেন।

No comments

Powered by Blogger.