Header Ads

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথ বন্ধ করল ইসি


                         

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথ বন্ধ করল ইসি




 নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভের সুযোগ বন্ধ করল নির্বাচন কমিশন (ইসি)। এখন থেকে কোনো আসনে একজন প্রার্থী থাকলেও তাকে ‘না’ ভোটের মুখোমুখি হতে হবে।

সোমবার (১১ আগস্ট) সন্ধ্যায় কমিশন সভা শেষে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ এ সিদ্ধান্তের কথা জানান।

তিনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটে অনিয়ম হলে পুরো আসনের ভোট বাতিলের ক্ষমতা ফিরিয়ে এনে গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধন করেছে ইসি। পাশাপাশি ফিরিয়ে আনা হয়েছে ‘না’ ভোটের বিধান।

এ ছাড়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহার করা হবে না বলেও জানান তিনি।

No comments

Powered by Blogger.