Header Ads

১৮ শতাংশ মানুষ দারিদ্র্যের ঝুঁকিতে রয়েছে

                              

১৮ শতাংশ মানুষ দারিদ্র্যের ঝুঁকিতে রয়েছে




বাংলাদেশে দারিদ্র্যের হার গত তিন বছরে উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বর্তমানে প্রতি ১০ জনের মধ্যে একজন চরম দারিদ্র্যে বাস করছে। পাশাপাশি প্রায় ১৮ শতাংশ মানুষ দারিদ্র্যের ঝুঁকিতে রয়েছে, যেকোনো সময় তারা দারিদ্র্যের মধ্যে পড়তে পারে।

এই তথ্য উঠে এসেছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার (পিপিআরসি) পরিচালিত একটি জাতীয় জরিপ থেকে।

গবেষণায় দেখা যায়, শুধু দারিদ্র্যের হারই নয়, অতি দারিদ্র্যের হারও আশঙ্কাজনকভাবে বেড়েছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী ২০২২ সালে অতি দারিদ্র্যের হার ছিল ৫.৬ শতাংশ, যা তিন বছরে বেড়ে দাঁড়িয়েছে ৯.৩৫ শতাংশে।

রাজধানীর আগারগাঁওয়ে এলজিইডি মিলনায়তনে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে এ গবেষণা প্রতিবেদন উপস্থাপন করা হয়। ‘ইকোনমিক ডায়নামিকস অ্যান্ড মুড অ্যাট হাউসহোল্ড লেভেল ইন মিড ২০২৫’ শীর্ষক এই গবেষণার ফলাফল তুলে ধরেন পিপিআরসির নির্বাহী চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান।

তিনি জানান, গত মে মাসে দেশের বিভিন্ন এলাকায় ৮ হাজার ৬৭টি পরিবারের ৩৩ হাজার ২০৭ জন মানুষের মতামতের ভিত্তিতে এ জরিপ পরিচালিত হয়। গবেষণার অর্থায়ন করেছে অর্থ মন্ত্রণালয়।

No comments

Powered by Blogger.