Header Ads

২৯ বছরে তিন মন্ত্রণালয় পেলে ওয়েস্টিন ছাড়া নাস্তা হয়?— প্রশ্ন মাসুদ কামালের

                                 

২৯ বছরে তিন মন্ত্রণালয় পেলে ওয়েস্টিন ছাড়া নাস্তা হয়?— প্রশ্ন মাসুদ কামালের



জ্যেষ্ঠ সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল এক টকশোতে অংশ নিয়ে বলেন,

“আমার বয়স এখন ২৯ বছর। আমি ইতিমধ্যে তিনটি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছি। এখন যদি কেউ প্রশ্ন করে—আমি কি ওয়েস্টিন ছাড়া নাস্তা করব? এটা কি সম্ভব? এটাই বাস্তবতা। আমার নাস্তা ওয়েস্টিনে, বিনোদনের জন্যও আমি ওয়েস্টিনেই যাই। আমি সেই অবস্থায় পৌঁছে গেছি। এটা বয়সজনিত বিষয়, যেটা নিয়ন্ত্রণ করা কঠিন।”

তিনি আরও বলেন, শেখ হাসিনার পতনের পর এনসিপির নেতারা ভেবে বসেছেন—এই পতন ঘটিয়েছেন তারাই। শুরুতে এমনটা ভাবেননি, কিন্তু তাদের এ ধারণা জোরদার করেছেন ড. ইউনূস।

“ড. ইউনূস বলেছেন, ছাত্ররাই আমার নিয়োগকর্তা। এই বক্তব্য থেকে তারা মনে করতে শুরু করেছেন, আমরা দেশের প্রধান নির্বাহীকে নিয়োগ করতে পারি। আমরা কতটা ক্ষমতাবান! তারা যখন কোনো দপ্তরে যান, তখন কর্মীদের বলেন—তুমি কে? আমি এই দেশের প্রধানমন্ত্রীকেই নিয়োগ দিই। তাদের আচরণ-চিন্তাভাবনা এখন এরকম পর্যায়ে পৌঁছেছে,” মন্তব্য করেন মাসুদ।

তিনি আরও উদাহরণ টেনে বলেন, “কিছুদিন আগে এক তরুণ পাঁচ লাখ টাকাসহ ধরা পড়েছিল। পুলিশের কাছে সে জানিয়েছিল—‘আমি গরিবের ছেলে, এত টাকা দেখে আমার মাথা খারাপ হয়ে গেছে।’ আসল ঘটনা এখানেই। এখন এনসিপির নেতাদের অবস্থাও ঠিক এমন হয়ে গেছে।

No comments

Powered by Blogger.