Header Ads

আজ বুয়েট শিক্ষার্থীদের ‘লংমার্চ টু ঢাকা

                                  

আজ বুয়েট শিক্ষার্থীদের ‘লংমার্চ টু ঢাকা



বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা আজ বুধবার (২৭ আগস্ট) রাজধানীতে তিন দফা দাবিতে ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচি পালন করতে যাচ্ছেন। সকাল ১০টায় শাহবাগ মোড়ে এ কর্মসূচি শুরু হওয়ার কথা রয়েছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) রাত ৮টার দিকে শাহবাগে অনুষ্ঠিত এক সমাবেশ থেকে এ কর্মসূচির ঘোষণা দেন প্রকৌশলী অধিকার আন্দোলনের সাধারণ সম্পাদক সাকিবুল হক লিপু। তিনি জানান, বুধবার সকাল ১০টা থেকে শিক্ষার্থীরা শাহবাগে জমায়েত হবেন। একইসঙ্গে সারাদেশের সব প্রকৌশল ও বিজ্ঞান-প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

শিক্ষার্থীদের তিনটি প্রধান দাবি হলো—

১. ইঞ্জিনিয়ারিংয়ের ৯ম গ্রেড (সহকারী প্রকৌশলী বা সমমান পদে) নিয়োগ পরীক্ষায় সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে। ন্যূনতম যোগ্যতা হিসেবে বিএসসি ডিগ্রি বাধ্যতামূলক করতে হবে। কোটার মাধ্যমে বা অন্য নামে নতুন পদ সৃষ্টি করে পদোন্নতির সুযোগ বাতিল করতে হবে।

২. টেকনিক্যাল ১০ম গ্রেড (উপসহকারী প্রকৌশলী বা সমমান পদে) নিয়োগ পরীক্ষায় ডিপ্লোমা ও বিএসসি উভয় ডিগ্রিধারীর জন্য সুযোগ উন্মুক্ত রাখতে হবে।

৩. বিএসসি ডিগ্রি ছাড়া ‘প্রকৌশলী’ পদবি ব্যবহারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। এছাড়া নন-অ্যাক্রিডেটেড বিএসসি ইঞ্জিনিয়ারিং কোর্সগুলোকে আইইবি-বিএইটিই কর্তৃক অ্যাক্রিডেশনের আওতায় আনতে হবে।

এর আগে মঙ্গলবার বিকেল ৩টা ৪৫ মিনিটের দিকে বুয়েটের প্রাক্তন শিক্ষার্থী প্রকৌশলী রোকনুজ্জামান রোকনকে হত্যার হুমকির প্রতিবাদে এবং উল্লিখিত দাবিগুলো আদায়ের জন্য শিক্ষার্থীরা শাহবাগ অবরোধ করেছিলেন। এতে সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে যায়।

No comments

Powered by Blogger.