Header Ads

ভিপি প্রার্থীকে নিয়ে পোস্ট উপদেষ্টা আসিফের, সমালোচনায় মুছে দিলেন

                                          

উপদেষ্টা আসিফের ভিপি প্রার্থীকে নিয়ে পোস্ট, সমালোচনায় মুছে দিলেন



ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ভিপি পদে প্রতিদ্বন্দ্বী আব্দুল কাদেরকে সমর্থন জানিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ার পর সমালোচনার মুখে পড়েন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। পরবর্তীতে তিনি পোস্টটি মুছে ফেলেন।

মঙ্গলবার বিকেলে কাদেরের একটি ফেসবুক পোস্ট শেয়ার করে আসিফ মাহমুদ লেখেন, “ডাকসুতে ভোটার নই, তবে এত প্রার্থী দেখে মনে হচ্ছে ভোটার হওয়া উচিত ছিল।” পোস্টের শেষে তিনি ভিপি প্রার্থীকে ট্যাগ করে শুভকামনাও জানান। উল্লেখ্য, আব্দুল কাদের বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক।

পোস্টটি কিছুক্ষণ পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিভিন্ন মহলে সমালোচনা শুরু হয়। সমালোচনার পর আসিফ মাহমুদ পোস্টটি মুছে দেন।

এ প্রসঙ্গে গণঅধিকার পরিষদের গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেন, “সরকারের একজন উপদেষ্টা কীভাবে প্রকাশ্যে ডাকসুর নির্দিষ্ট প্রার্থীকে সমর্থন জানান? এতে তো আশঙ্কা জাগে, সরকার হয়তো নির্বাচনে প্রভাব ফেলতে পারে। এটাই কি তার নমুনা নয়?” তিনি আরও বলেন, “একজন উপদেষ্টা পোস্ট দিয়ে আবার মুছে দেন—এটা কেমন বাকস্বাধীনতা?”

এদিকে ডাকসু ও হল সংসদ নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা ইতোমধ্যেই প্রকাশ হয়েছে। ভিপিসহ সব পদে মোট ৪৭১ জন প্রার্থী মনোনীত হয়েছেন।

No comments

Powered by Blogger.