Header Ads

প্রধান উপদেষ্টার ঘোষণায় জনগণের চাওয়া-প্রত্যাশা পূরণ হয়নি

                                                             
                                                              

প্রধান উপদেষ্টার ঘোষণায়  জনগণের চাওয়া-প্রত্যাশা পূরণ হয়নি



বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় মঙ্গলবার অনাড়ম্বর অনুষ্ঠানে যে ২৮ দফার জুলাই ঘোষণাপত্র পাঠ করেছেন, তা একটি অপূর্ণাঙ্গ ও অসম্পূর্ণ বিবৃতি। এতে জনগণের প্রকৃত প্রত্যাশা প্রতিফলিত হয়নি।

বুধবার (৬ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় মগবাজার আলফালাহ মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ডা. তাহের বলেন, ঘোষণাপত্রে দেশের দীর্ঘ লড়াই-সংগ্রামের কথা থাকলেও ১৯৪৭ সালের স্বাধীনতার ইতিহাস উপেক্ষিত হয়েছে। এতে পিলখানা হত্যাকাণ্ড, শাপলা চত্বরের ঘটনা এবং ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের কোনো উল্লেখ নেই। এছাড়া জুলাই গণঅভ্যুত্থানে আলেম-ওলামা, মাদ্রাসা শিক্ষক ও ছাত্র, প্রবাসী ও অনলাইন অ্যাক্টিভিস্টদের অবদান উপেক্ষা করা হয়েছে—যা ইতিহাসের প্রতি চরম অবিচার।

তিনি আরও বলেন, জুলাই অভ্যুত্থানের অন্যতম মোড় পরিবর্তনকারী ছিল ৯ দফা দাবি, যা একদফায় রূপান্তরিত হয়—এই গুরুত্বপূর্ণ বিষয়টিও ঘোষণাপত্রে উপেক্ষিত হয়েছে।

জামায়াতের এ শীর্ষ নেতা জানান, জুলাই গণঅভ্যুত্থানের মূল আকাঙ্ক্ষা ছিল রাষ্ট্র সংস্কার। এ লক্ষ্যে ৬টি কমিশন গঠন এবং জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে দুই পর্বে দুই মাসেরও বেশি সময় আলোচনা চলে। এতে ১৯টি বিষয়ে ঐকমত্যের ভিত্তিতে ‘জুলাই সনদ’ প্রণয়নের সিদ্ধান্ত হয়। অথচ এসব গুরুত্বপূর্ণ উদ্যোগ ঘোষণাপত্রে উঠে আসেনি।

ডা. তাহের আরও বলেন, ঘোষণায় কীভাবে বা কখন এই সিদ্ধান্তগুলো বাস্তবায়ন হবে, সে বিষয়ে কোনো দিকনির্দেশনা নেই। বরং বাস্তবায়নের দায়িত্ব ভবিষ্যৎ সরকারের ওপর ছেড়ে দিয়ে এটি গুরুত্বহীন করে তোলা হয়েছে। এতে করে হাজারো মানুষের আত্মত্যাগ, রক্ত, এবং জুলাই অভ্যুত্থানের চেতনা ও আশা-আকাঙ্ক্ষা মারাত্মকভাবে অবমূল্যায়িত হয়েছে।

No comments

Powered by Blogger.