ভারতে ৯ সেনাসহ ১৫০ জনের বেশি নিখোঁজ
ভারতের উত্তরাখণ্ডে ভারী বৃষ্টির কারণে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢল দেখা দিয়েছে। এতে পানির সঙ্গে কাদামাটি মিশে ভয়াবহ স্রোতের সৃষ্টি হয়, যা একটি পুরো গ্রাম ভাসিয়ে নিয়ে যায়। এনডিটিভির প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।
সর্বশেষ পাওয়া তথ্যে, এই দুর্যোগে অন্তত চারজন নিহত হয়েছেন এবং ১৫০ জনের বেশি নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের মধ্যে ৯ জন ভারতীয় সেনাসদস্য রয়েছেন।
মঙ্গলবার (৫ আগস্ট) উত্তরাখণ্ডের হারসিল এলাকায় ক্লাউডব্রাস্ট বা মেঘ ফাটার ঘটনা ঘটে। এর ফলে হঠাৎ করে প্রবল বন্যা দেখা দেয় এবং একটি গ্রাম নিমিষেই পানির নিচে তলিয়ে যায়। ওই এলাকায় অবস্থান করা একটি সেনা ক্যাম্পের নয়জন সেনাও পানির স্রোতে ভেসে যান।
ধারাইল নামের গ্রামটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে বহু হোটেল ও রেস্তোরাঁ ছিল। স্থানীয়দের মতে, ক্ষীর গঙ্গা নদীর জলাধার এলাকায় মেঘ ফাটার কারণে পানি দ্রুত নিচের দিকে নেমে আসে এবং ভয়াবহ বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়। প্রবল স্রোতের কারণে সামনে যা ছিল, সবকিছু ভেসে যায়।
ক্লাউডব্রাস্ট এমন একটি প্রাকৃতিক দুর্যোগ, যেখানে খুব অল্প সময়ের মধ্যে একটি নির্দিষ্ট এলাকায় অতিপ্রবল বৃষ্টিপাত হয়। এর ফলে দ্রুত পানি জমে গিয়ে আকস্মিক বন্যা দেখা দেয়। ভারতের বিভিন্ন পার্বত্য অঞ্চলে প্রায়ই এ ধরনের ঘটনা ঘটে।
ঘটনার মাত্র ১০ মিনিটের মধ্যেই ভারতীয় সেনাবাহিনী ১৫০ জন সদস্যকে উদ্ধার কাজে নিয়োজিত করে। তারা দ্রুত গ্রামবাসীদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে ও প্রাথমিক সহায়তা দিতে শুরু করে।
তবে বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত টানা বৃষ্টির কারণে উদ্ধার তৎপরতায় কিছুটা ব্যাঘাত ঘটে।
ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, পুরো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষের পাশে দাঁড়াতে তারা সব ধরনের সহযোগিতা করতে প্রতিশ্রুতিবদ্ধ।


No comments