ছাত্রদলের দুঃখ প্রকাশ ঢাকাবাসীর প্রতি
আসন্ন ছাত্র সমাবেশ উপলক্ষে ঢাকাবাসীর প্রতি দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। শনিবার (২ আগস্ট) ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামীকাল (রোববার, ৩ আগস্ট) রাজধানীর শাহবাগে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হবে। গত জুনে ‘জুলাই গণঅভ্যুত্থান’ স্মরণে ৩৬ দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শুরুতে ৩ আগস্ট জাতীয় শহীদ মিনারে সমাবেশ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এই সিদ্ধান্তের ভিত্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস থেকে প্রয়োজনীয় অনুমতিও নেওয়া হয়েছিল। ফলে, শহীদ মিনারে সমাবেশ আয়োজনের বৈধ দাবিদার ছাত্রদলই ছিল।
তবে পরে জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ একই দিনে একই স্থানে সমাবেশ আয়োজনের ইচ্ছা প্রকাশ করে ছাত্রদল নেতাদের সঙ্গে একাধিকবার যোগাযোগ করেন এবং অনুরোধ জানান। উদার, গণতান্ত্রিক এবং মত-পথের সহাবস্থানে বিশ্বাসী সংগঠন হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পরে শহীদ মিনারের পরিবর্তে শাহবাগে সমাবেশ করার সিদ্ধান্ত নেয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, রাজধানীতে কর্মদিবসে সমাবেশের কারণে জনদুর্ভোগ সৃষ্টি হতে পারে—এ বিষয়টি আমরা জানি এবং সচেতন। তবে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ফ্যাসিবাদবিরোধী বৃহৎ ঐক্যের স্বার্থে এবং দায়িত্বশীলতা ও উদারতার জায়গা থেকে আমরা এই স্থান পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছি।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীদের পক্ষ থেকে আগাম দুঃখ প্রকাশ করে বলা হয়েছে, “আমরা আশা করি, সম্মানিত নগরবাসী বিষয়টি সহানুভূতির সঙ্গে বিবেচনা করবেন। একটি দায়িত্বশীল ছাত্র সংগঠন হিসেবে ভবিষ্যতে আমরা আরও সতর্ক থাকব, ইনশাআল্লাহ।


No comments