Header Ads

এমপিওভুক্ত শিক্ষকদের বেতন বাড়াতে নতুন সুবিধা

 
                                 

এমপিওভুক্ত শিক্ষকদের বেতন বাড়াতে নতুন সুবিধা




এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য ‘বিশেষ সুবিধা’ চালু করেছে সরকার, যা ২০২৪ সালের জুলাই মাস থেকেই কার্যকর হবে। এই সুবিধার আওতায় শিক্ষক-কর্মচারীরা প্রতি বছর মূল বেতনের নির্দিষ্ট হারে অতিরিক্ত অর্থ পাবেন।

সম্প্রতি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) এ বিষয়ে একটি অফিস আদেশ জারি করেছে। আদেশে বলা হয়েছে, এমপিওভুক্ত বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত যেসব শিক্ষক-কর্মচারী সরকারি জাতীয় বেতন স্কেলের গ্রেড-৯ বা তার ঊর্ধ্বে রয়েছেন, তারা মূল বেতনের ১০ শতাংশ হারে ‘বিশেষ সুবিধা’ পাবেন। আর যেসব শিক্ষক-কর্মচারী গ্রেড-১০ বা তার নিচের গ্রেডে আছেন, তারা মূল বেতনের ১৫ শতাংশ হারে এই সুবিধা পাবেন।

তবে উভয় ক্ষেত্রেই বলা হয়েছে, বার্ষিক এই সুবিধার পরিমাণ কোনো অবস্থাতেই মাসিক ১৫০০ টাকার কম হবে না।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের দুটি আলাদা স্মারকের ভিত্তিতে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। এ সিদ্ধান্তের মাধ্যমে ২০২৩ সালের ১৮ জুলাই জারি করা অর্থ মন্ত্রণালয়ের আগের আদেশ বাতিল করা হয়েছে।

No comments

Powered by Blogger.