Header Ads

গুলিস্তানে মার্কেটে আগুন, ১১ ইউনিট কাজ করছে

                                            

গুলিস্তানে মার্কেটে আগুন, ১১ ইউনিট কাজ করছে




রাজধানীর গুলিস্তানে অবস্থিত সুন্দরবন স্কয়ার মার্কেটে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট কাজ করছে।

শনিবার (২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে মার্কেটের পঞ্চম তলায় আগুনের সূত্রপাত হয়। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ কিংবা কোনো হতাহতের খবর জানা যায়নি।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, আগুন লাগার খবর পাওয়ার পর সকাল ১০টা ৩ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। পরে আরও ১০টি ইউনিট সেখানে যোগ দেয়। বর্তমানে মোট ১১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, আগুন নিয়ন্ত্রণে কাজ চলছে। এখনো আগুন লাগার সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। হতাহতের কোনো তথ্যও মেলেনি। বিস্তারিত পরে জানানো হবে।

No comments

Powered by Blogger.