Header Ads

এনসিপি জুলাই ঘোষণাপত্রকে স্বাগত জানাল

 

                                    

এনসিপি জুলাই ঘোষণাপত্রকে স্বাগত জানাল



স্বৈরাচার শেখ হাসিনার দেশত্যাগের প্রথম বর্ষপূর্তিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পাঠ করা ‘জুলাই ঘোষণাপত্র’কে স্বাগত জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, “জুলাই ঘোষণাপত্র হয়েছে—এটা আমরা স্বাগত জানাই। আমরা ভালোভাবে পড়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবো।”

ঘোষণাপত্রে জুলাই গণঅভ্যুত্থানকে রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার কথা বলা হয়। এতে জানানো হয়, ভবিষ্যতের নির্বাচিত সরকারের সংস্কারকৃত সংবিধানের তফসিলে এই ঘোষণাপত্র সংযুক্ত করা হবে। পাশাপাশি, জুলাই গণঅভ্যুত্থানে নিহত সকল শহীদকে জাতীয় বীর হিসেবে স্বীকৃতি দেওয়ার কথাও উল্লেখ করা হয়।

No comments

Powered by Blogger.