Header Ads

নেতানিয়াহুর ঘোষণা: পুরো গাজা দখলের সিদ্ধান্ত

                        

নেতানিয়াহুর ঘোষণা: পুরো গাজা দখলের সিদ্ধান্ত




ইসরায়েল পুরো গাজা দখলের সিদ্ধান্ত নিয়েছে বলে সোমবার (৫ আগস্ট) নিশ্চিত করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এ তথ্য জানিয়েছে ইউরো নিউজ।

প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় দেশটির চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামিরকে জানিয়েছে, যদি এই সিদ্ধান্ত তাঁর পছন্দ না হয়, তাহলে তিনি পদত্যাগ করতে পারেন।

নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, গাজার যেসব এলাকায় ইসরায়েলি বাহিনী অভিযান চালাচ্ছে এবং ধারণা করা হচ্ছে সেখানে ইসরায়েলি জিম্মিরা রয়েছে—সেসব এলাকাও দখলের সিদ্ধান্ত হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক ভিডিওবার্তায় নেতানিয়াহু বলেন, “আমরা গাজাকে এই সন্ত্রাসীদের নিপীড়ন থেকে মুক্ত করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। গাজার বহু মানুষ আমাদের কাছে এসে বলছে, ‘আমাদের মুক্ত করতে সাহায্য করুন। হামাস থেকে মুক্ত হতে সাহায্য করুন।’ আমরা সেটাই করব।”

ইসরায়েলের 'আর্মি রেডিও'র খবরে বলা হয়েছে, গাজায় যুদ্ধ পরিচালনা নিয়ে নেতানিয়াহু ও লেফটেন্যান্ট জেনারেল জামিরের মধ্যে মতবিরোধ রয়েছে। এ কারণে পুরো গাজা দখলের সিদ্ধান্ত মেনে নিতে না চাইলে জামিরকে পদত্যাগের পরামর্শ দেওয়া হয়েছে।

No comments

Powered by Blogger.