Header Ads

নিহত ২৭ জনের মধ্যে ২৫ জনই শিশু: ডা. সায়েদুর রহমান

                               

নিহত ২৭ জনের মধ্যে ২৫ জনই শিশু: ডা. সায়েদুর রহমান




রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ জনে। এর মধ্যে ২৫ জনই শিশু। এ তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান।

মঙ্গলবার (২২ জুলাই) সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি জানান, নিহতদের মধ্যে একজন পাইলট ও একজন শিক্ষিকা রয়েছেন।

ডা. সায়েদুর রহমান বলেন, “আমরা চিকিৎসার সব ধরনের প্রস্তুতি নিয়েছি। দুর্ঘটনায় আহত হয়ে এখন পর্যন্ত ৭৮ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন। তাদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর। বার্ন ইউনিটে দুজন রোগী ভেন্টিলেশনে আছেন।”

তিনি আরও জানান, এখন পর্যন্ত ছয়জন নিহতের পরিচয় শনাক্ত করা যায়নি। এ ছাড়া ২০ জনের মরদেহ শনাক্ত করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

No comments

Powered by Blogger.