Header Ads

হতাহতের সংখ্যা গোপনের অভিযোগ ভিত্তিহীন

             

হতাহতের সংখ্যা গোপনের অভিযোগ ভিত্তিহীন


          

 বিভিন্ন মহল থেকে হতাহতের তথ্য গোপন করা হচ্ছে—এমন অভিযোগ সঠিক নয় বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং।

মঙ্গলবার (২২ জুলাই) সন্ধ্যায় ফেসবুকে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড পেজে এক বিবৃতিতে এ কথা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ও আহতদের সবাইকে সরকার সর্বোচ্চ সহায়তা দিচ্ছে। নিহতদের নাম-পরিচয় যাচাই করে তালিকা করা হচ্ছে। যেসব মরদেহ শনাক্ত করা যাচ্ছে না, সেগুলো ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্তের চেষ্টা চলছে।

এতে আরও বলা হয়, ঢাকার বিভিন্ন হাসপাতালে আহতদের সুচিকিৎসার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বিবৃতিতে উল্লেখ করা হয়, আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে, কিছু মহল দাবি করছে—হতাহতের সঠিক তথ্য গোপন করা হচ্ছে। এই অভিযোগ ভিত্তিহীন। এই মর্মান্তিক ঘটনায় আহত ও নিহতদের পূর্ণাঙ্গ ও নির্ভুল তালিকা প্রকাশের লক্ষ্যে সরকার, সশস্ত্র বাহিনী, বিদ্যালয় কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট হাসপাতালগুলো সম্মিলিতভাবে কাজ করছে।

সবার প্রতি আহ্বান জানানো হয়—এই দুর্ঘটনায় যদি কোনো পরিচিত ব্যক্তি নিখোঁজ থাকেন, তবে দ্রুত বিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। সেখানে একটি কন্ট্রোল রুম খোলা হচ্ছে।

এছাড়াও, কেউ নিখোঁজ রয়েছেন কি না, তা বিদ্যালয়ের রেজিস্ট্রার খাতা ও অন্যান্য নথিপত্রের মাধ্যমে যাচাই করা হচ্ছে বলেও জানানো হয় বিবৃতিতে।

No comments

Powered by Blogger.