Header Ads

ইসলামই নতুন বাংলাদেশের একমাত্র পথ

        

ইসলামই নতুন বাংলাদেশের একমাত্র পথ




বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি এবং বাউফল উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ড. মুহাম্মদ শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, “নতুন বাংলাদেশ গড়ার একমাত্র পথ হলো ইসলাম।

রোববার (৬ জুলাই) সকাল ১০টায় পটুয়াখালীর বাউফলের ৮ নম্বর মদনপুরা ইউনিয়নের মধ্যমদনপুরা মসজিদ মাঠে কেন্দ্র ও বুথভিত্তিক দায়িত্বশীলদের নিয়ে আয়োজিত এক শিক্ষা বৈঠক ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বক্তব্যের শুরুতে তিনি জুলাই আন্দোলনের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং আহতদের সুস্থতা কামনা করেন। পরে আবেগঘন কণ্ঠে ছোটবেলার স্মৃতি ও তাঁর প্রয়াত বাবাকে স্মরণ করে তিনি বলেন, “রাজনৈতিক ব্যস্ততার কারণে আপনাদের (মদনপুরার) জন্য সময় দিতে না পারলেও, আমি আপনাদেরই সন্তান। আপনাদেরই দায়িত্ব নিতে হবে। মাসুদ শুধু মদনপুরার নয়, গোটা বাংলাদেশের জন্য কাজ করছে।”

তিনি আরও বলেন, “আমি আপনাদের চোখের পানির ঋণ শোধ করব ইনশাআল্লাহ। আগে যখন এখানে কোনো প্রোগ্রাম হতো, পুলিশ এলে পালিয়ে যেতে হতো। এখন পরিস্থিতি বদলে গেছে। আজকের সুন্দর পরিবেশ সেই শহীদদের আত্মত্যাগের ফসল।”

জামায়াতের রাজনীতির উদ্দেশ্য ব্যাখ্যা করে তিনি বলেন, “জামায়াতে ইসলামী কাউকে এমপি বানাতে রাজনীতি করে না। আমরা জনগণকে ইসলামের দাওয়াত দিই। মানুষরচিত মতবাদ দিয়ে ৫৩ বছর চলে কোনো পরিবর্তন আসেনি। এবার একবার আমাদের সুযোগ দিন। ইসলামকে সংসদে পাঠাতে চাই।”

তিনি অভিযোগ করে বলেন, “শেখ হাসিনা আন্তর্জাতিকভাবে জামায়াতকে নিষিদ্ধ করার মাধ্যমে জানান দিয়েছেন, জুলাই আন্দোলনের পেছনে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরই ছিল মূল শক্তি। তার গোয়েন্দা সংস্থাগুলোও তা-ই বলেছে। অথচ এখনো কেউ কেউ জামায়াতের ভূমিকাকে অস্বীকার করে।”

নিজ নির্বাচনী এলাকা বাউফলের প্রসঙ্গে তিনি বলেন, “আমি শুধু নিজের ইউনিয়নেই নয়, গোটা বাউফলের জন্য কাজ করি। পরিবারতন্ত্র নয়, আমরা এমন একজনকে এমপি বানাতে চাই, যিনি সেবক হবেন, বাউফলের মানুষকে সেবা দেবেন। বাউফলের এমপি হবে জনগণের পাশে থাকা একজন সৎ, নৈতিক ও দক্ষ মানুষ।

তিনি আরও বলেন, “ফসল রক্ষায় যেমন আগাছা দমন জরুরি, তেমনি সুষ্ঠু রাজনীতির জন্য অপশক্তিকে প্রতিহত করাও জরুরি। এবার আমরা সেই আগাছা দমন করে ইনশাআল্লাহ সাড়ে ৪ লাখ মানুষের দ্বারে ফসল পৌঁছে দেব।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা মো. নুরুল্লাহ। আরও উপস্থিত ছিলেন জামায়াতের উপজেলা আমির মাওলানা মো. ইসহাক মিয়া, নায়েবে আমির মাওলানা রফিকুল ইসলাম, ও ইসলামী ছাত্রশিবিরের উপজেলা সভাপতি মো. লিমন হোসেন প্রমুখ।

No comments

Powered by Blogger.