Header Ads

পাগলা মসজিদে অনলাইনে দান করা যাবে

    

পাগলা মসজিদে অনলাইনে দান করা যাবে




কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী পাগলা মসজিদে এখন থেকে অনলাইনে দান করা যাবে। দেশ-বিদেশে অবস্থানরত ধর্মপ্রাণ মুসল্লিদের সুবিধার্থে চালু করা হয়েছে একটি বিশেষ ওয়েবসাইট।

শুক্রবার (৫ জুলাই) বেলা ১১টায় মসজিদ প্রাঙ্গণে নতুন এই ওয়েবসাইটের উদ্বোধন করেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ কমিটির সভাপতি ফৌজিয়া খান।

অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, “সামাজিক যোগাযোগমাধ্যমে পাগলা মসজিদের নামে কিছু প্রতারকচক্র সাধারণ মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে। অনেকেই দান করতে চাইলেও নির্ভরযোগ্য মাধ্যমের অভাবে তা করতে পারছিলেন না। মানুষ যাতে প্রতারিত না হয় এবং ঘরে বসেই নিরাপদে দান করতে পারে, সেই লক্ষ্যেই এই অনলাইন ডোনেশন প্ল্যাটফর্ম চালু করা হয়েছে।”

এখন থেকে আগ্রহী ব্যক্তি ও ধর্মপ্রাণ মুসল্লিরা নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস ও অনলাইন পেমেন্টের মাধ্যমে সহজেই দান করতে পারবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—জেলা জামায়াতের আমির অধ্যাপক মো. রমজান আলী, ইসলামী আন্দোলনের জেলা সভাপতি মাওলানা আলমগীর হোসাইন তালুকদার, পাগলা মসজিদের খতিব হাফেজ মাওলানা আশরাফ আলী এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কিশোরগঞ্জ জেলা আহ্বায়ক ইকরাম হোসেন।

No comments

Powered by Blogger.