Header Ads

সাতক্ষীরায় জামায়াতে ইসলামীর মহিলা শাখার সমাবেশ

          

সাতক্ষীরায় জামায়াতে ইসলামীর মহিলা শাখার সমাবেশ




সাতক্ষীরার তালায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা শাখার উদ্যোগে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ জুলাই) বেলা ১১টায় তালা আল আমীন একাডেমি প্রাঙ্গণে এ সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে তালা উপজেলার বিভিন্ন এলাকা থেকে জামায়াতের মহিলা শাখার রুকনরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা-১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ ইজ্জত উল্লাহ।

সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমির ডা. শেখ মাহমুদুল হক, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাতক্ষীরা জেলা সভাপতি গাজী সুজাত আলী, তালা উপজেলা জামায়াতের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা কবিরুল ইসলাম, জামায়াত নেতা মাস্টার মাহবুবুর রহমান, মোস্তাফিজুর রহমান ও ওয়াহেদুজ্জামান রিপন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ ইজ্জত উল্লাহ বলেন, “ভোট একটি পবিত্র আমানত। আমাদের উচিত সৎ, খোদাভীরু ও যোগ্য ব্যক্তিকে ভোট দিয়ে এ আমানতের হক আদায় করা। আগামীতে যাতে সৎ মানুষের শাসন প্রতিষ্ঠা হয়, সে লক্ষ্যে সবাইকে একসাথে নিরলস পরিশ্রম করতে হবে। তবেই আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারব।

No comments

Powered by Blogger.