ইসরায়েলের বিরুদ্ধে লড়ছে ৪০ হাজার হামাস যোদ্ধা
গাজায় এখনো প্রায় ৪০ হাজার হামাস যোদ্ধা ইসরায়েলের বিরুদ্ধে সক্রিয়ভাবে লড়াই করছে বলে জানিয়েছেন তেল আবিবের এক শীর্ষ সামরিক কর্মকর্তা। অবসরপ্রাপ্ত ইসরায়েলি মেজর জেনারেল ইয়েজহাক ব্রিক দাবি করেছেন, দীর্ঘ যুদ্ধের পর হামাস আবার তাদের আগের সামরিক শক্তি ফিরে পেয়েছে।
রোববার (৬ জুলাই) আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়, ইসরায়েলি দৈনিক মারিভ–এ প্রকাশিত এক বিশ্লেষণধর্মী লেখায় ব্রিক বলেন, বর্তমানে হামাস যোদ্ধার সংখ্যা যুদ্ধ শুরুর আগের সময়ের মতো, প্রায় ৪০ হাজারের কাছাকাছি। তার ভাষায়, ‘অনেক হামাস যোদ্ধা এখনো সুড়ঙ্গপথে লুকিয়ে থেকে গেরিলা কৌশলে হামলা চালাচ্ছে।’
তিনি বলেন, “হামাস কখনোই প্রচলিত সেনাবাহিনী ছিল না, তাই তাদের সম্পূর্ণ ধ্বংস করা সম্ভব নয়। তারা আগে যেমন গেরিলা যোদ্ধা ছিল, এখনও তাই রয়েছে। তাদের সামরিক শক্তি পুরোপুরি ধ্বংস হয়েছে—এ ধারণা ভুল।”
ব্রিকের এই বক্তব্য এসেছে এমন এক সময়ে, যখন ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) দাবি করছে যে, তারা হামাসকে প্রায় সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে। তবে ব্রিকের পর্যবেক্ষণ সেই দাবি উল্টো করে দেয়। তার মতে, গাজায় হামাসের প্রতিরোধ এখনও সংগঠিত এবং সক্রিয় রয়েছে।
বিশ্লেষকরা বলছেন, ব্রিকের বক্তব্য ইসরায়েলের সরকারি বিবৃতির সঙ্গে সাংঘর্ষিক। এই মন্তব্য গাজা যুদ্ধের প্রকৃত পরিস্থিতি এবং হামাসের পুনর্গঠিত সামরিক উপস্থিতির ইঙ্গিত দেয়।
No comments