বিএনপিকে লক্ষ্য করে পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে একটি চিহ্নিত মহল
বিএনপি ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে একটি চিহ্নিত গোষ্ঠী পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর সদ্য সাবেক সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ।
রোববার (১৩ জুলাই) বরিশাল নগরীর সেলিব্রেশন পয়েন্টে ড্যাব বরিশাল শাখার আয়োজনে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন ডা. মো. কবিরুজ্জামান এবং সঞ্চালনা করেন ডা. ইমতিয়াজ হোসেন সাজিদ।
অধ্যাপক হারুন আল রশিদ বলেন, “২০২৬ সালের জাতীয় নির্বাচনকে ঘিরে কেউ যাতে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা না করে, তা নিশ্চিত করা আমাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব। দেশে অস্থিতিশীলতা সৃষ্টির পাঁয়তারা চলছে, একটি অপশক্তি ফায়দা লুটতে তৎপর। এদের রুখতে হবে। আওয়ামী ফ্যাসিস্ট শক্তির দোসররা নানা ছলচাতুরি করে আবারও জাতীয়তাবাদী শক্তিকে কোণঠাসা করতে চাইছে, কিন্তু আমরা ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করব।”
তিনি আরও বলেন, “বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল। বর্তমানে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেভাবে নেতৃত্ব দিচ্ছেন, তা সাধারণ মানুষের কাছে ব্যাপকভাবে গ্রহণযোগ্য। এ কারণেই বিএনপি ও তারেক রহমানের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত একটি গোষ্ঠী অপপ্রচারে লিপ্ত হয়েছে। তবে এসব অপপ্রচার কোনো কাজ করবে না। দেশের জনগণকে সঙ্গে নিয়ে সব ষড়যন্ত্র মোকাবিলা করা হবে।”
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন—
শেরেবাংলা মেডিকেল কলেজ ড্যাব সভাপতি ডা. মো. নজরুল ইসলাম সেলিম, সদ্য বিদায়ী সহসভাপতি ডা. মো. সিরাজুল ইসলাম, ডা. মোস্তাক রহিম স্বপ্নন, সদ্য সাবেক সিনিয়র যুগ্ম মহাসচিব ডা. মো. মেহেদী হাসান, সাংগঠনিক সম্পাদক ডা. সায়ীদ মেহবুব উল কাদির, ডা. শহিদুল হক রাহাত, ডা. মো. ফারুক আহমেদ, ডা. শাওন বিন রহমান, ডা. বাসেদুর রহমান সোহেল, ডা. আমিরুল ইসলাম পাভেল, ডা. আবু মোনায়েম সাদ, অধ্যক্ষ অধ্যাপক সৈয়দ জাহেদ হোসেন, ডা. মনিরুজ্জামান শাহিন, ডা. কামরুদদোজা হাফিজুল্লাহ, ডা. শিহাব উদ্দিন শিহাব, ডা. মঞ্জুর রশীদ, ডা. গোলাম মোর্শেদ সজিব, ডা. হাসিবুর রহমান, ডা. আশফাক আজিজ, সাদবিন নেওয়াজ, ডা. আনিসুর রহমান, ডা. মেহেদী আহমেদ খান, ডা. শেখ মাহবুব, ডা. মোতাহার হোসেন ও ডা. নয়নসহ বরিশাল বিভাগের প্রায় দুই শতাধিক চিকিৎসক।
No comments